৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

এপেক্স ফুটওয়্যারের ইপিএস বেড়েছে ২১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে প্রায় ২১ শতাংশ। একই সঙ্গে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে এপেক্স ফুটওয়্যারের ইপিএস হয়েছে ১২ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০ টাকা ৬৪ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএনভিপিএস) দাঁড়িয়েছে ২৩৯ টাকা ৬৪ পয়সায়।

এদিকে কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৮ নভেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ অক্টোবর।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৪৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে এপেক্স ফুটওয়্যার। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ টাকা ৭০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল টাকা ৯২ পয়সা। ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ সমাপনী দর ছিল ৩০৭ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ২৫৭ টাকা ৫০ থেকে ৪০৪ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন