
ভিসা নীতি নিয়ে নির্বাচন কমিশন ভাবছে
না, ভিসা নীতি নিয়ে ভাববার বিষয় সরকারের- এ মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর
রহমান। তিনি আরো বলেন, সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরে
আর নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহেই হবে।
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে
গাজীপুরের শ্রীপুরে কয়েকটি ধাপে দুই লাখ ৮৫ হাজার ভোটারের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র
বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে গণমাধ্যমকে এসব কথা জানান নির্বাচন কমিশনার।
‘বিএনপির সাথে সংলাপের আর সুযোগ নেই’
উল্লেখ করে আনিছুর রহমান বলেন, তবে সুষ্ঠু নির্বাচনের জন্য আলোচনার পথ খোলা রয়েছে।
এর আগেও বহুবার বিএনপিকে সংলাপের দাওয়াত দেয়া হয়েছে। তবুও তারা আমাদের আহ্বানে সাড়া
দেয়নি। এখন আর তাদের সংলাপের দাওয়াত দেবে না নির্বাচন কমিশন।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক
আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের
মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবির। তিনি বলেন, বিশ্বের সব দেশে স্মার্ট জাতীয় পরিচয়পত্র
দিয়েছে। বর্তমান সরকারও সবার হাতে হাতে স্মার্ট কার্ড তুলে দিতে একটি প্রকল্প নেয়।
এখন সরকারি টাকায় মানুষকে বিনা খরচে কার্ডটি প্রদান করা হচ্ছে।
স্মার্ট জাতীয় পরিচয়পত্রের প্রকল্প
পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম বলেন, স্মার্ট এনআইডি কার্ডে
কোনো ভুল তথ্য থাকলে সঠিক তথ্য দিয়ে সেই এনআইডি কার্ড সংশোধন করার সুযোগ রয়েছে।
পঞ্চম ধাপে শ্রীপুর উপজেলায় স্মার্ট
পরিচয়পত্র বিতরণ করা হলো। এরপর কাপাসিয়া উপজেলায় বিতরণ হবে।