বড়দিনে ডাঙ্কির প্রতিদ্বন্দ্বী সালার

বণিক বার্তা অনলাইন

প্রভাস ও শাহরুখ খান। ছবি: জিকিউ ইন্ডিয়া

সেপ্টেম্বরে মুক্তি থেকে পিছিয়ে যাওয়া প্রভাস অভিনীত ‘সালার’ এখন শাহরুখ খানের পথের কাঁটা হয়ে দাঁড়াল। সামনের বড়দিনের আগে ‘ডাঙ্কি’র সঙ্গে একইদিনে মুক্তি পাবে প্রশান্তনীল পরিচালিত ছবিটি। খবর হিন্দুস্তান টাইমস।

চলতি বছরে ‘পাঠান’ ও ‘জাওয়ান’ দিয়ে খেল দেখিয়েছেন শাহরুখ খান। দুটো ছবিই হাজার কোটি রুপি ঘর টপকে গেছে। এর মধ্যে দেশের বাজারে ‘জাওয়ান’ ৬০০ কোটি ও বৈশ্বিক ১২০০ কোটি রুপির কাছাকাছি আয় করবে বলে ধারণা বিশ্লেষকদের।

এতদিন ভাবা হচ্ছি, আগের দুই ছবির মাপে সাড়া পাবে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’। কিন্তু নতুন প্রতিদ্বন্দ্বী বলছে, সেই পথ মসৃণ হবে না। জমে যেতে পারে তুমুল লড়াই।

প্রযুক্তিগত জটিলতায় প্রভাসের বহুল প্রত্যাশিত ‘সালার’ ২৮ সেপ্টেম্বর থেকে পিছিয়ে গেছে। এখন ২২ ডিসেম্বর ‘ডাঙ্কি’র সঙ্গে মুক্তি পাবে। স্বভাবতই ব্যবসায় প্রভাব পড়বে।

ভারতীয় সিনেমার বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ এক ইনস্টাগ্রাম পোস্টে জানান, ‘সালার’ ২২ ডিসেম্বর আসবে বলে আশা করা হচ্ছে। একই দিনে মুক্তি পাবে ‘ডাঙ্কি’ও। অবশ্য এ ধরনের লড়াই এবারই প্রথম নয়। ২০১৮ সালে শাহরুখ খানের ‘জিরো’ ও প্রশান্তনীলের ‘কেজিএফ’ বড়দিনে লড়াই করেছিল।

‘বাহুবলি’তে অভিনয় করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান প্রভাস। কিন্তু পরের তিনটি সিনেমা একেবারেই ব্যর্থ। রেকর্ড বাজেটে নির্মিত হয়ে প্রভাসের অভিনয়সহ সব বিভাগে নিন্দা কুড়িয়েছে। ‘সালার’-এ আরো আছেন পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান ও মীনাক্ষী চৌধুরী। অন্যদিকে ‘ডাঙ্কি’তে প্রথমবার কাজ করছেন রাজকুমার হিরানি ও শাহরুখ খান। আরো আছেন তাপসী পান্নু, ধর্মেন্দ্র ও ভিকি কৌশল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন