গাইবান্ধায় ছুরির আঘাতে ইউপি সদস্য নিহত

বণিক বার্তা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার পলাশবাড়ীতে ছুরির আঘাতে বাদশা মিয়া (৫৫) নামের এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

বাদশা মিয়া বেতকাপা ইউনিয়নের পূর্ব নয়নপুরের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ওই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।

এ ঘটনায় নিহতের প্রতিবেশী ভোলা শেখের ছেলে পাপুলকে (৩২) দায়ী করা হচ্ছে।

গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হামলার ঘটনা ঘটে। এরপর পলাশবাড়ী থানার অফিসার ইনর্চাজসহ একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, হামলাকারী পাপুলকে গ্রেফতারে পুলিশের অভিযান অব‍্যাহত রয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন নিহত বাদশা মিয়ার দুই ভাতিজা আবু তাহের (৪২) ও সবুজ (৩৫)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন তারা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন