তেলমুক্ত প্লাস্টিক থেকে সরে এল লেগো

তেলমুক্ত প্লাস্টিকের খেলনা তৈরির উদ্যোগ থেকে সরে আসার ঘোষণা দিয়েছে বিশ্বের সর্ববৃহৎ খেলনা প্রস্তুতকারক প্রতিষ্ঠান লেগো। কেননা এটি কার্বন নির্গমনের মাত্রা বাড়িয়ে তোলে। বিষয়টি নিয়ে ফাইন্যান্সিয়াল টাইমসের সঙ্গে কথা বলেছেন ডেনিশ কোম্পানিটির প্রধান নির্বাহী নিলস ক্রিশ্চিয়ানসেন। তিনি জানান, পুনঃপ্রক্রিয়াজাত পলিথিন টেরেফথালেট (আরপিইটি) ব্যবহার করে বানানো পণ্য থেকে কার্বন নিঃসরণের মাত্রা বেশি হয়। কারণ এটি বানাতে আরো নতুন উপাদান যুক্ত করতে হয়। রয়টার্স

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন