এশিয়ান গেমস ক্রিকেট

ভারতের সঙ্গে লড়াইও করতে পারল না নিগাররা

ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণ কিংবা রৌপ্য জয়ের স্বপ্ন পূরণ হচ্ছে না বাংলাদেশের মেয়েদের। আজ রোববার সকালে হাংজুর ঝেজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট ফিল্ডে অনুষ্ঠিত সেমিফাইনালে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে নিগার সুলতানার দল।

 

টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ১৭.৫ ওভারে ৫১ রানে অলআউট হয়ে যায়। পূজা বস্ত্রাকরের করা প্রথম ওভারেই দুই ওপেনার সাথী রানী ও শামীমা সুলতানাকে হারায় বাংলাদেশ। পরে সোবহানা মোস্তারি ও রিতু মনির উইকেটও শিকার করেন ২৩ বছর বয়সী এই মিডিয়াম পেসার। ১৭ রানে ৪ উইকেট শিকার করেন তিনি।

 

লজ্জাজনক ব্যাটিং প্রদর্শনীর এই দিনে বাংলাদেশের হয়ে দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু অধিনায়ক নিগার। তিনি ১৭ বলে ১২ রান করেন। বাংলাদেশের পাঁচজনই আউট হন শূন্য রানে! ভারতের তিতাস সাধু (১/১০), আমানতৎ কাউর (১/১০) ও রাজেশ্বরী গায়কোয়াড় (১/৮) নিখুঁত বোলিং করে বাংলাদেশকে চেপে ধরেন।

 

এরপর দুই উইকেট হারিয়ে ৮.২ ওভারেই ছোট্ট টার্গেট ছুঁয়ে ফেলে ভারত। জেমিমা রদ্রিগেজ ১৫ বলে ২০ ও শেফালি ভার্মা ২১ বলে ১৭ রান করেন। রাবেয়া খান ও মারুফা আক্তার একটি করে উইকেট নেন।

 

আজ আরেক সেমিফাইনালে পাকিস্তানকে (৭৫/৯) ছয় উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলংকা (৭৭/৪)।

 

আগামীকাল সোমবার সকাল ৭টায় ব্রোঞ্জ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। দুপুর ১২টায় স্বর্ণের ম্যাচে ভারতের মুখোমুখি হবে চামারি আতাপাত্তুর দল। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন