
সৌদি আরবের রিয়াদে গাড়ির ধাক্কা নিহত
হয়েছেন বাংলাদেশী শ্রমিক আমির হোসেন মাসুদ (৩৫)। ফেনীর সোনাগাজীর মাসুদ রিয়াদের একটি
রেস্তোরাঁয় কাজ করতেন।
বাংলাদেশ সময় গত শুক্রবার (২২ সেপ্টেম্বর)
সন্ধ্যায় সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় সড়কে ছিটকে পড়েন মাসুদ। ঘটনাস্থলেই তিনি
মারা যান।
মাসুদ সোনাগাজী সদর ইউনিয়নে ছাড়াইতকান্দি
এলাকার মো. আবুল হাসেমের ছেলে। ২০২০ সালের শেষের দিকে সৌদি আরবে পাড়ি জমান তিনি। বাড়িতে
মা, স্ত্রী ও চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
নিহতের ভাই রাশেদুল ইসলাম বলেন, গত
কয়েকদিন ধরে আমির হোসেন মাসুদ অসুস্থ ছিলেন। সুস্থ হয়ে শুক্রবার সন্ধ্যার দিকে কর্মস্থলে
যাওয়ার সময় তার সঙ্গে শেষ কথা হয়। সড়ক পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় তার
মৃত্যু হয়।
সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
উম্মে রুমা বলেন, আমির হোসেন মাসুদ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ওই দেশে
থাকা তার এলাকার লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কীভাবে তার লাশ দেশে আনা হবে, সে
বিষয়েও আলোচনা চলছে।