সিরাজগঞ্জে বন্যায় ৫ কোটি টাকার ফসল নষ্ট

বণিক বার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ

চলতি বছর সিরাজগঞ্জে বড় ধরনের বন্যা না হলেও যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে কয়েক দফায়। যমুনায় পানি বৃদ্ধির কারণে জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানিও দফায় দফায় বেড়েছিল। এতে প্লাবিত হয় চরাঞ্চল ও নিম্নাঞ্চল। তলিয়ে যায় জমির ফসল। চলতি বছর বন্যায় জেলার ২০৪ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে জানিয়েছে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যার আর্থিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আগস্ট ও সেপ্টেম্বরে তিন দফায় প্লাবিত হয় যমুনার চরাঞ্চল। যমুনা নদীতীরবর্তী কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী, শাহজাদপুর এবং চলনবিল অধ্যুষিত তাড়াশ ও উল্লাপাড়ার নিম্নভূমিও প্লাবিত হয়। এসব উপজেলার কমপক্ষে ৪২টি ইউনিয়নের ফসলি জমি তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় রোপা আমনের বীজতলা, বোনা আমন, আউশ, আখ, শীতকালীন সবজি, মরিচ ও মাষকালাইসহ বিভিন্ন ফসল।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাবলু কুমার সূত্রধর বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হচ্ছে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন