ঝিনাইদহে লিলিয়াম ফুলের বাণিজ্যিক চাষ

বণিক বার্তা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে শীতপ্রধান দেশের ফুল লিলিয়ামের চাষ। বাজারে চাহিদা ভালো, দামও বেশি পাওয়ায় লাভের আশা করছেন চাষীরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষকের দেয়া তথ্য মতে, বর্তমানে ঝিনাইদহে সাতটি রঙের ফুল আবাদ হচ্ছে। প্রতিটি ফুল ১৫০-২০০ টাকা বিক্রি হচ্ছে। কয়েকদিন পর তা ৩০০-৩৫০ টাকা দামে বিক্রি হতে পারে।

লাল, হলুদ, সাদা বর্ণের লিলিয়াম ফুল ঘ্রাণ ছড়াচ্ছে বাগানে। বর্ণ-বৈচিত্র্য ও স্থায়িত্বে চতুর্থ স্থান পাওয়া লিলিয়ামের সমাদর বিশ্বজুড়ে। শীতপ্রধান দেশের এ ফুলের বাণিজ্যিক চাষ শুরু হয়েছে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের গান্না গ্রামে। দেশে এ ফুলের ব্যাপক চাহিদা থাকায় পরীক্ষামূলক চাষ করছেন কাদের মুন্সীসহ সাত কৃষক। ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজগর আলী জানান, ঝিনাইদহে লিলিয়াম ফুলের আবাদ বাড়ানোর জন্য কৃষকদের প্রশিক্ষণসহ নানা পরামর্শ দেয়া হচ্ছে। সেই সঙ্গে সহজ শর্তে ঋণ সুবিধা দেয়ার জন্যও সহযোগিতা করছেন তারা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন