পাসকি পরিষেবা চালু গিটহাবের

বণিক বার্তা ডেস্ক

গ্রাহকদের সুরক্ষায় চলতি বছরের জুলাইয়ে পাসকি ব্যবহারের পরীক্ষা শুরু করে ক্লাউডভিত্তিক সফটওয়্যার ডেভেলপার প্লাটফর্ম গিটহাব। অফিশিয়াল ব্লগপোস্টের তথ্যানুযায়ী, আনুষ্ঠানিকভাবে পরিষেবাটি চালু করা হয়েছে। এখন থেকে ব্যবহারকারীরা অ্যাকাউন্ট সিকিউরিটি সেটিংস থেকে পাসকি অপশন চালু করতে পারবে। খবর গিজচায়না।

বিভিন্ন ডিভাইসের জন্য পাসকি রেজিস্ট্রেশনের সুবিধা দেয় গিটহাব। বর্তমানে লিনাক্স প্লাটফর্ম ও ফায়ারফক্সের মতো ব্রাউজারের জন্য পাসকি সুবিধা চালু করা হয়নি। তার পরও গিটহাবের পক্ষ থেকে ক্রস-ডিভাইস পাসকি রেজিস্ট্রেশন ফিচার সুবিধা দেয়া হয়। উদাহরণস্বরূপ ব্যবহারকারীরা তাদের সেলফোনে পাসকি রেজিস্ট্রেশন করতে পারবে এবং এরপর কম্পিউটারে লগইন করতে পারবে।

গিটহাব এখন সব অ্যাকাউন্টে একাধিক টুএফএ (টু ফ্যাক্টর অথেনটিকেশন) চালুর উদ্দেশ্যে কাজ করছে। ফলে একটি অপশন হারিয়ে গেলে অন্য অপশনের মাধ্যমে অ্যাকাউন্ট ফিরে পাওয়া যাবে। এছাড়া কোনো ব্যবহারকারীর ডিভাইস যদি পাসকি ব্যবহারের উপযোগী হয় তাহলে গিটহাব সেটি শনাক্ত করতে পারে এবং ব্যবহারকারীকে এ বিষয়ে জানায়।

ক্লাউডনির্ভর পাসকি পরিষেবায় ক্রস-ডিভাইস ক্রেডেনশিয়াল সিঙ্ক্রোনাইজেশন সুবিধা থাকায় অ্যাপলের আইক্লাউড অ্যাকাউন্ট দিয়ে আইওএস ও ম্যাকওএস এ পাসকি ব্যবহার করা যাবে। আবার অ্যান্ড্রয়েডের সব ডিভাইসেও গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা সম্ভব।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন