
এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি স্টার অ্যাডহেসিভ লিমিটেডের পর্ষদ ৫০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আজ দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২৪ আগস্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, কোম্পানিটির পর্ষদ ছয় বছর মেয়াদি ৫০ কোটি টাকার আনসিকিউরড, পুরোপুরি রূপান্তরযোগ্য অথবা অবসায়নযোগ্য বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। বন্ডটির সুদহার পরিবর্তনশীল ও অর্ধবার্ষিক ভিত্তিতে নির্ধারিত হবে। এ বন্ডের প্রথম এক বছর কিস্তি পরিশোধ করতে হবে না। ব্যবসা সম্প্রসারণ ও বিদ্যমান ব্যাংক ঋণ পরিশোধে এ বন্ডের অর্থ ব্যবহার হবে। শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন চাইবে কোম্পানিটি।
কোম্পানিটি সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এরপর কোম্পানিটি নিরীক্ষিত কিংবা অনিরীক্ষিত কোনো প্রতিবেদনই প্রকাশ করেনি। ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৫ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনভিপিএস) দাঁড়ায় ১৩ টাকা ৯৬ পয়সায়।