চোটের হানায় বিশ্বকাপ স্বপ্ন শেষ যাদের

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ শুরুর আগেই পাকিস্তানের জন্য এখন বড় দুঃসংবাদ। কাঁধের চোটে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে খেলা হবে না তারকা পেস বোলার নাসিম শাহর। শুক্রবার এমন খবর দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

১১ সেপ্টেম্বর কলম্বোয় এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে কাঁধের চোটে পড়েন নাসিম। এ চোটে তার কাঁধে শিগগিরই অস্ত্রোপচার করানো হবে, যা তাকে তিন থেকে চার মাসের জন্য মাঠের বাইরে ছিটকে দেবে। তাই নাসিমকে ছাড়াই ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। 

১৪টি ওয়ানডে ম্যাচ খেলে ৩২ উইকেট শিকার করেছেন ২০ বছর বয়সী নাসিম শাহ। বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গায় ডাক পেয়েছেন ডানহাতি ফাস্ট বোলার হাসান আলী, যিনি ৬০ ম্যাচে ৯১ উইকেট নিয়েছেন। 

এশিয়া কাপে চোটে পড়েছিলেন পাকিস্তানের আরেক পেসার হারিস রউফ। যদিও সাইড স্ট্রেইনের সেই চোট থেকে তিনি সেরে উঠেছেন। 

নাসিমের চোট নিয়ে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক বলেন, ‘নাসিম শাহর দুর্ভাগ্যজনক ইনজুরির কারণে আমরা দলে একটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছি। আমাদের এমন একজনকে প্রয়োজন ছিল যে নতুন বলে বল করতে পারে। হাসান নতুন ও পুরনো বলে বল করতে সমর্থ। আর সে টিমম্যানও। তার উপস্থিতি দলে প্রাণশক্তি নিয়ে আসবে।’

৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। পরদিন হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাবর আজমের দল। ১৯৯২ সালে বিশ্বকাপ জয় করে পাকিস্তান। এরপর ১৯৯৯ সালে ফাইনাল খেলে দলটি।

এদিকে, দক্ষিণ আফ্রিকার দুই ফাস্ট বোলার এনরিখ নরকিয়া ও সিসান্দা মাগালা দুজনই চোটের কারণে বিশ্বকাপের দল থেকে ছিটকে গেছেন। তাদের দুজনের জায়গা নিয়েছেন যথাক্রম আন্দিলে ফেলুকায়ো ও লিজাড উইলিয়ামস। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে পিঠের চোটে পড়েন নরকিয়া। তার ছিটকে পড়া প্রোটিয়াদের জন্য বড় ধাক্কাই, কেননা তিনি দলের সামনের সারির পেস বোলার এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন। দুর্ভাগ্য, ২০১৯ সালেও ইনজুরির কারণে বিশ্বকাপ খেলতে পারেননি এ বোলার। 

ব্যাকআপ বোলার হিসেবে দলে থাকা মাগালা হাঁটুর ইনজুরিতে পড়ে ছিটকে গেলেন। 

এছাড়া কিছু খেলোয়াড় বর্তমানে চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে আছেন। তবে বিশ্বকাপ শুরুর আগে সঠিক সময়ে সেরে উঠতে পারবেন কিনা, সেটি অনিশ্চিত। ভারতের অলরাউন্ডার অক্ষর প্যাটেল (উরুর পেশির চোট), অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ট্রাভিস হেড (বাম হাতের চোট), নিউজিল্যান্ডের পেস বোলার টিম সাউদি (ডান হাতের বৃদ্ধাঙ্গুলের চোট) আছেন এ তালিকায়।

এশিয়া কাপ খেলার সময় চোটে পড়েন বাংলাদেশ দলের কৃতী ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। তিনি বিশ্বকাপ শুরুর আগেই ফিট হয়ে উঠবেন বলে আশা করছে বাংলাদেশ ম্যানেজমেন্ট। তামিম ইকবাল দীর্ঘদিন ধরে পিঠের চোটের সঙ্গে লড়াই করছেন। চলতি নিউজিল্যান্ড সিরিজে তার শরীর কেমন সাড়া দেয়, তার ওপরই নির্ভর করছে সাবেক অধিনায়কের বিশ্বকাপ ভাগ্য। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন