ভিয়েতনামে ‘লোটে মল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন

বণিক বার্তা ডেস্ক

ভিয়েতনামের ওয়েস্ট লেক হ্যানয়ে দক্ষিণ কোরিয়ার খুচরা জায়ান্ট ‘লোটে মল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। ভিয়েতনামের বৃহত্তম শপিং কমপ্লেক্সের এটি একটি। বাণিজ্যিক কমপ্লেক্সটিতে একটি শপিং মল, সুপারমার্কেট, হোটেল, অ্যাকুয়ারিয়াম ও সিনেমা থেকে শুরু করে আরো অনেক সুবিধা রয়েছে। এটির আয়তন প্রায় ৩ লাখ ৮৪ হাজার বর্গকিলোমিটার। প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য ভিয়েতনামের বাজারে নিজেদের আধিপত্য বিস্তার করা। লোটে শপিংয়ের একজন কর্মকর্তা জানান, ২৮ জুলাই থেকে লোটে মল ওয়েস্ট লেক হ্যানয়ের শপিং মলে ক্রমবর্ধমান দর্শকের সংখ্যা প্রায় ২০ লাখে পৌঁছেছে। লোটে মল ওয়েস্ট লেক হ্যানয়ের পণ্যদ্রব্য ও বিনোদন সুবিধার কারণে মানুষ পরিবার নিয়ে আসার সুযোগ পাবে। 

লোটে শপিং ২০২৩ সালের প্রথমার্ধে ভিয়েতনামের বাজার থেকে ১৪ কোটি ২০ লাখ ডলার আয় করেছে। বর্তমানে এটি ভিয়েতনামে ১৬টি সুপারমার্কেট, দুটি ডিপার্টমেন্টাল স্টোর এবং একটি শপিং কমপ্লেক্স পরিচালনা করছে। দ্য কোরিয়া হেরাল্ড

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন