ইউক্রেনে তিন কোটি টন তেলবীজ উৎপাদন

বণিক বার্তা ডেস্ক

চলতি বছর প্রথম আট মাসে ৩ কোটি ৭৪ লাখ টন তেলবীজ উৎপাদন করেছে ইউক্রেন। চলতি সপ্তাহে দেশটির কৃষি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তবে তুলনামূলক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। খবর রয়টার্স।

বিশ্বব্যাপী প্রধান শস্য উৎপাদনকারী দেশটির কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত ২ কোটি ৯৮ লাখ টন শস্য উৎপন্ন হয়েছে। আর ৭৬ লাখ টন তেলবীজ মাড়াই করা হয়েছে। আবহাওয়ার কারণে ফসল কাটা শেষ হতে বিলম্ব হয়েছে।

চলতি মৌসুমে ২ কোটি ২২ লাখ টন গম, ৫৯ লাখ টন বার্লি, ৩ লাখ ৯৬ হাজার ৮০০ টন মটরশুঁটি ও অন্যান্য খাদ্যশস্যের উৎপাদন হয়েছে। এছাড়া কৃষকরা ৪০ লাখ টন সরিষা ও ২৪ লাখ টন সূর্যমুখী বীজ সংগ্রহ করেছেন।

বছরের শুরুর দিকে ইউক্রেন গ্রেইন অ্যাসোসিয়েশন (ইউজিএ) জানিয়েছিল, গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর দেশটির কৃষি খাতে বিপর্যয় নামে। 

ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বৃহৎ কৃষি উৎপাদন অঞ্চল। যুদ্ধের কারণে কৃষকরা আবাদ কমিয়ে দেন।

তবে বছরের আট মাস শেষে দেশটির কৃষি মন্ত্রণালয় গত বছরের তুলনায় বেশি খাদ্যশস্য উৎপাদনের পূর্বাভাস দিয়েছে। ২০২২ সালে ইউক্রেন ৫ কোটি ৫৩ লাখ টন খাদ্যশস্য ফলিয়েছিল। আর মন্ত্রণালয়ের এ বছরের প্রাক্কলন অনুযায়ী, আগামী ডিসেম্বর পর্যন্ত উৎপাদন বেড়ে দাঁড়াবে মোট ৫ কোটি ৬৪ লাখ টনে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন