মায়া চরিত্রে প্রশংসিত কারিনা কাপুর

ফিচার ডেস্ক

ছবি: ভোগ ম্যাগাজিন

বলিউড ডিভা কারিনা কাপুর ওটিটি প্লাটফর্মে নাম লিখিয়েছেন। ওয়েব ফিল্মজানে জান দিয়েই ওটিটিতে যাত্রা শুরু করলেন অভিনেত্রী। কারিনার জন্মদিন উপলক্ষে ২১ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় ওয়েব ফিল্মটি। কারিনা ছাড়াও এতে অভিনয় করেছেন বিজয় ভার্মা জয়দীপ আহলাওয়াত। জাপানি থ্রিলার উপন্যাসদ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স অবলম্বনে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন সুজয় ঘোষ। গত বছরই সিনেমাটির শুটিং শেষ হয়েছে বলে জানান পরিচালক। জানে জান মুক্তির পরই দর্শকমহলে প্রশংসা পাচ্ছেন কারিনা কাপুর।

সেপ্টেম্বর ওয়েব ফিল্মটির ট্রেলার প্রকাশের পর থেকে দর্শকের প্রশংসা পাচ্ছিলেন তিনি। আর এবার ওয়েব ফিল্মটি দেখে কারিনা ভক্তদের উচ্ছ্বাস দেখার মতো।

ওয়েব ফিল্ম জানে জানের মূল চরিত্রে অভিনয় করেছেন কারিনা। এতে মায়া ডি সুজা চরিত্রে অভিনয় করেছেন তিনি। মায়া একজন সিঙ্গেল মাদার। যিনি একটি খুনের তদন্তের মধ্যে পড়ে যান। মায়ার প্রাক্তন স্বামী মারা যান এবং মায়াকেই প্রধান একমাত্র সন্দেহভাজন হিসেবে ধরে নেয়া হয়। মায়ার প্রতিবেশী নরেন। তিনি গণিতের একজন প্রতিভাবান ব্যক্তি। নরেন চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ। অন্যদিকে ইন্সপেক্টর করণ আনন্দের চরিত্রে দেখা মেলে বিজয় বর্মার। খুনের তদন্ত এগিয়ে যেতে থাকে সিরিজের সঙ্গে আর দেখা যায় মায়ার নানা রূপ। থ্রিলার ধাঁচের ওয়েব ফিল্মটিতে মায়া চরিত্রে নিজের সেরাটা দিয়েছেন কারিনা। ওয়েব ফিল্মটি মুক্তির আগের দিন তার মায়া হয়ে ওঠা প্রসঙ্গে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন কারিনা। তিনি বলেন, ‘আমি সবসময় এমন একটি থ্রিলার গল্পে কাজ করতে চাইতাম। অবশেষে আমার সে ইচ্ছা পূরণ হয়েছে। মায়া চরিত্রটা আমার কাছে খুব গুরুত্বপুর্ণ। এই হয়ে ওঠা খুব সহজ ছিল না। তবে জার্নিতে আমার সঙ্গে ছিল আমার স্বামী দুই সন্তান। তারা মানসিকভাবে আমাকে অনেক সাহায্য করেছে। বিশেষ করে সাইফ আলি আমাকে অনেক উপদেশ দিয়েছেন মায়া চরিত্রটা পর্দায় কীভাবে আরো ভালোভাবে ফুটিয়ে তোলা যায় সে প্রসঙ্গে। আপার পুরো টিম আমাকে সাহায্য করেছে। মায়ার জার্নিটা অসাধারণ ছিল আমার জন্য, তবে সেটা কখনই এত আনন্দময় হতো না, যদি মানুষগুলো আমার সঙ্গে না থাকত।

ওয়েব ফিল্ম জানে জান মুক্তির আগে সোমবার মুম্বাইতে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন বলিউডের জনপ্রিয় তারকারা। এদের মধ্যে ছিলেন কার্টিক আরিয়ান, অর্জন কাপুর, ভারুন ধাওয়ান। এছাড়া জানে জান তারকারাও উপস্থিত ছিলেন আয়োজনে।

সূত্র: এনডিটিভি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন