ধর্মঘটেও চলছে রিয়ালিটি শো

ফিচার ডেস্ক

‘‌ডান্সিং উইথ দ্য স্টারস’-এর মঞ্চ ছবি: ভ্যারাইটি

তিনদিনের বেশি সময় ধরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। প্রধান স্টুডিওগুলোর সঙ্গে কথা বলছে রাইটার্স গিল্ড আমেরিকা ও এসএজি-এএফটিআরএ (দ্য স্ক্রিন অ্যাক্টর গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস)। আলোচনায় খুব একটা ফল আসছে এমন বলা যাবে না। তবে এরই মধ্যে চলছে কিছু টেলিভিশন ও রিয়ালিটি শোর রিহার্সাল। এর মধ্যে এবিসির ‘‌ডান্সিং উইথ দ্য স্টারস’ অন্যতম। সম্প্রতি এ রিয়ালিটি শোর রিহার্সালে বাধা দেয় রাইটার্স গিল্ড। কিন্তু এসএজি-এফটিআরএ বলছে রিয়ালিটি শোটি ধর্মঘট বা তাদের সংগঠনের নিয়ম ভাঙেনি। বরং এ শোয় অংশগ্রহণকারীরা তাদের চুক্তি পূরণ করতেই কাজের প্রস্তুতি নিচ্ছে।

এ প্রসঙ্গে এবিসি নেটওয়ার্কের এক মুখপাত্র ভ্যারাইটিকে বলেন, ‘‌এ শোয় অংশগ্রহণকারীরা নেটওয়ার্ক কোড এগ্রিমেন্টের অধীনে কাজ করছে। চুক্তি অনুসারে তাদের কাজ করতে হবে এবং এ কাজের মাধ্যমে তারা নীতিভঙ্গ করছে না। তারা তাদের চুক্তি পূর্ণ করতে কাজ করার কারণে আমরা তাদের সমর্থন করছি।’ হলিউডের ভিন্ন ভিন্ন সংগঠনের রয়েছে ভিন্ন নীতি আর সেসব নীতির মধ্যে থেকেই ধর্মঘট পালন করা হচ্ছে। সেক্ষেত্রে নির্দিষ্ট এ রিয়ালিটি শো কোনো ধর্মঘটের আওতায় পড়ে না বলেই জানান এ মুখপাত্র। তিনি আরো বলেন, ‘‌এ আয়োজন একটি নন-ড্রামাটিক প্রযোজনা, যা ভিন্ন চুক্তি ও নীতির আওতায় পরিচালিত। রিয়ালিটি শোর অংশগ্রহণকারীরা ধর্মঘটের আগে একটি চুক্তি করেছিলেন। সে চুক্তি অনুসারে, শোর প্রযোজকের নির্দেশনা অনুসারে তারা কাজ করতে বাধ্য এবং সেটাই করছেন।’

সংগঠনের তরফ থেকে দেয়া আনুষ্ঠানিক বিবৃতিতে আরো বলা হয় যে ‘‌ডান্সিং উইথ দ্য স্টারস’-এর প্রতিযোগী ও অংগ্রহণকারীরা ‘নো স্ট্রাইক ক্লজ’ মেনে চুক্তি করেছিলেন। নেটওয়ার্ক কোড এগ্রিমেন্ট অনুসারে শো চলাকালীন তারা কোনো ধর্মঘটে যেতে পারবেন না। নেটওয়ার্ক কোডটি ২০২২ সালে নতুন করে করা হয়েছে এবং চুক্তির মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত। বিবৃতিতে আরো বলা হয়, ‌পারফরমাররা কাজে না এলে তা চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং নীতি অনুসারে সংগঠনও তাদের কাজে বাধা দিতে পারবে না।

হলিউডের চলমান এ ধর্মঘট নানা ধরনের পরিস্থিতি তৈরি করছে। এর মধ্যে নানা কাজ বিঘ্নিত হওয়ার পাশাপাশি দেখা যাচ্ছে অনেকেই আইনের ফাঁক-ফোকর দিয়ে কাজে ফেরার চেষ্টা করছেন। এর মধ্যে অভিনেত্রী ড্রিউ ব্যারিমোর তার টক শো শুরু করার চেষ্টা করেছিলেন, তবে তীব্র সমালোচনার মুখে তিনি পরিকল্পনা বাতিল করেন। এদিকে মাসের পর মাস ধর্মঘটের কারণে বিপর্যস্ত কর্মীরা। তারা এরই মধ্যে অবসর ভাতা থেকে অগ্রিম অর্থ তোলা শুরু করেছেন। 

সূত্র: ভ্যারাইটি 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন