কুয়েত আর্মড ফোর্সেসের ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ মেজর জেনারেল খালেদ এএইচএইচএম আলকানদারির নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় উভয়েই ভ্রাতৃপ্রতিম দুই দেশের আর্মড ফোর্সেসের মধ্যে পারস্পরিক সম্পর্কোন্নয়নের ক্ষেত্রগুলোর ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, সাত সদস্যের কুয়েত প্রতিনিধি দলটি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালীন কুয়েত সশস্ত্র বাহিনীর জন্য সামরিক সরঞ্জাম ও ইউনিফর্ম তৈরির কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাইকরণের পাশাপাশি বর্তমানে কুয়েত সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয়সংখ্যক ইউনিফর্ম কেনার বিষয়ে আলোচনা করবে বলে জানা গেছে। কুয়েত প্রতিনিধি দলের এ সফর দুই দেশের পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
প্রীতি ফুটবল ম্যাচ: বাংলাদেশ সেনাবাহিনীতে মহিলা ফুটবল দলের আত্মপ্রকাশকে স্মরণীয় করে রাখার জন্য গতকাল বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল ও বিকেএসপি মহিলা ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খেলায় বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল বিকেএসপি মহিলা ফুটবল দলের বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করে। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সৈনিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯৭৩ সাল থেকে পুরুষ ফুটবল দল গঠনের মাধ্যমে ফুটবল খেলা চলে আসছে। সেনাবাহিনীর পুরুষ ফুটবল দল আন্তঃবাহিনী, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করে আসছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী মহিলা ফুটবল দল গঠনের প্রয়াসে ২০২২ সালে সেনাবাহিনীতে প্রথমবারের মতো সৈনিক পদে মহিলা ফুটবলার ভর্তি করা হয়। —আইএসপিআর