চীনের হাংজুতে ২৩ সেপ্টেম্বর
উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে এশিয়ান গেমসের। যদিও ফুটবল ইভেন্ট দিয়ে আজ
মঙ্গলবার শুরু হয়ে গেল এশিয়ার অলিম্পিক খ্যাত এশিয়াড। এই গেমসে আজ মঙ্গলবার মিয়ানমারের
কাছে হার দিয়ে যাত্রা করল বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। আত্মঘাতী গোলে হেরেছে বাংলাদেশ।
হাংজুর জিয়াওশান স্পোর্টস
সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষ দলের চেয়ে বাড়তি একজন খেলোয়াড়ের সুযোগটিও কাজে
লাগাতে পারেনি বাংলাদেশ। অন্তত একটি পয়েন্ট আদায়ের সুযোগও হাতছাড়া করেছে তারা।
ম্যাচের শুরু থেকে প্রাধান্য
বিস্তার করেই খেলেছে বাংলাদেশ। লাল-সবুজ জার্সিধারীরা গোলের ভালো একটি সুযোগ পেয়েও
কাজে লাগাতে পারেনি। অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায় ফয়সাল আহমেদ ফাহিমের শট। মিয়ানমারের
গোল রক্ষক বারবার হতাশ করেন বাংলাদেশ দলকে। এছাড়া গোলের বেশ কয়েকটি সুযোগ মিস করেন
ফাহিম, রবিউল ও সুমন রেজা।
ম্যাচের ২৭ মিনিটে ফাহিমের
নিচু ক্রসের বলে সুমন রেজা শট নিতে গেলে আগেই ক্লিয়ার করে মিয়ানমার রক্ষণভাগ। ৪০ মিনিটে
প্রতি আক্রমণে রবিউলের কাছ থেকে বল পেয়ে ফাহিম পোস্ট লক্ষ্য করে বাঁ পায়ের আচমকা শট
নিলেও সেটি বার ঘেঁষে বাইরে চলে যায়। ফলে গোলশুন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে আক্রমনের
ধার বাড়িয়ে দেয় বাংলাদেশ। তবে গোল আদায় করে নিতে পারেনি তারা। ম্যাচের ৫১ মিনিটে সেট
পিস থেকে রবিউলের শটের বল বক্সের উপর দিয়ে বাইরে চলে যায়।
৬১ মিনিটে রবিউলের ফ্রি-কিক
প্রতিহত করেন মিয়ানমারের গোলরক্ষক। বিপরীতে ৬৭ মিনিটে আত্মঘাতী গোল হজম করে পিছিয়ে
পড়ে বাংলাদেশ। প্রতিপক্ষের খুন খাইয়ো জিন হেইনের ক্রসের বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের
জালে জড়িয়ে দেন ডিফেন্ডার মুরাদ হাসান।
৭৫ মিনিটে বাংলাদেশের
জনিকে ফাউল করায় মিয়ানমারের জুইই খানত মিন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে বাকি ১৫ মিনিট
একজন বেশি নিয়ে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। কিন্তু এই সুযোগ কাজে লাগাতে পারেনি
তারা।
২১ সেপ্টেম্বর নিজেদের
দ্বিতীয় ম্যাচে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। ভারত আজ প্রথম ম্যাচে ৫-১ গোলে হেরেছে
স্বাগতিক চীনের কাছে।
মোট ২৪টি দল ছয়টি গ্রুপে
বিভক্ত হয়ে খেলছে। নারীদের ফুটবল শুরু হবে ২১ সেপ্টেম্বর। এতে অংশ নিচ্ছে বাংলাদেশ।
‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ জাপান, ভিয়েতনাম ও নেপাল।