
রংপুর চিড়িয়াখানায়
দীর্ঘ এক বছর ৭ মাস পর আনা হয়েছে রয়েল বেঙ্গল টাইগার রোমিও-জুলিয়েট নামের বাঘ দম্পতি।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে রংপুর চিড়িয়াখানা
আনা হয়।
বাঘ যুগলকে
দেখতে সকাল থেকে চিড়িয়াখানায় ভিড় জমাতে থাকেন দর্শনার্থীরা। বাঘ দম্পতিকে আনার পরপরই
ঢাক-ঢোল পিটিয়ে তাদের বরণ করে নেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এরপর তাদের নির্ধারিত খাঁচায়
রাখা হয়। বাঘের খাঁচার সামনে রোমিও জুলিয়েটকে স্বাগত জানিয়ে স্লোগান দিতে থাকে দর্শনার্থীরা।
চিড়িয়াখানা
কর্তৃপক্ষ জানায়, এ বাঘ যুগল চট্টগ্রাম চিড়িয়াখানায় ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ
করে। তাই রংপুর চিড়িয়াখানায় এনে কেক কেটে তাদের জন্মদিন পালন করা হয়েছে।
রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. আম্বার আলী তালুকদার বলেন, মঙ্গলবার তাদের বয়স ২ বছর পূর্ণ হয়েছে। তাই কেক কেটে তাদের জন্মদিন পালন করা হয়েছে। আমরা প্রতি বছর তাদের জন্মদিন পালন করবো। প্রাথমিকভাবে বাঘ দুটির নাম রাখা হয়েছে রোমিও-জুলিয়েট।