সিপিডিএলের আয়োজনে ‘সমাপনী অফারে স্বপ্নের বাড়ী’

বণিক বার্তা অনলাইন

চট্টগ্রামের মুরাদপুরে সিপিডিএল আর বি মিডটাউন প্রকল্পেসমাপনী অফারে স্বপ্নের বাড়ী আয়োজন করেছে সিপিডিএল। এই কার্যক্রমটি চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।

সিপিডিএলের এই অফারের আওতায় আছে, ৫টি রেডী ফ্ল্যাট  এবং প্রতিটি বুকিংয়ে থাকবে আকর্ষণীয় হোম এপ্লায়েন্স প্যাকেজ।

উইথ কোয়ালিটি ইন টাইম মূলমন্ত্র নিয়ে শুরু থেকেই পদ্ধতিগত নির্মাণ, নিরবচ্ছিন্ন সময়ানুবর্তিতা, কঠোর মান নিয়ন্ত্রণ এবং ইনোভেটিভ সলিউশনের মাধ্যমে গ্রাহকসেবা দিয়ে আসছে আবাসন খাতের অন্যতম সফল প্রতিষ্ঠান সিপিডিএল। 

মুরাদপুর জাংশনের সামগ্রিক পরিবেশ বদলে দিতে সিপিডিএল হাতে নিয়েছিলো আর বি মিডটাউন প্রকল্পটি। প্রকল্পটির নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে, ফিনিশিং এর কাজ শেষে মিডটাউন হস্তান্তরের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছে।

এই আয়োজন গ্রাহক সকলের কাছে স্বপ্ন পূরণের সুবর্ণ সুযোগ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন