করমেলায় চসিক মেয়র

নদী-খাল দখল করে স্থাপনা বানালে ভেঙে দেয়া হবে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে নদী-খাল দখল করে স্থাপনা গড়লে ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল নগরীর ষোলশহরের চিটাগাং শপিং কমপ্লেক্স চত্বরে চসিকের করমেলায় প্রধান অতিথির বক্তব্যে ঘোষণা দেন।

মেয়র বলেন, ‘চট্টগ্রামের যে জলাবদ্ধতা তা নিরসনে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার কাজ করছে। তবে কোনো প্রকল্পই সফল হবে না যদি জনগণ সচেতন আচরণ না করে। খাল-নালা দখল করায় পানিপ্রবাহের স্বাভাবিক পথ না থাকলে কেবল প্রকল্প করে জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়। নগরের নিচু এলাকায় পানি উঠলে অনেকে অস্থির হয়ে যান। আবার পানি নামলে ভুলে যায় জলাবদ্ধতার কষ্টের কথা এবং খাল-নালা দখল করে স্থাপনা নির্মাণ শুরু করেন। প্রকল্পের কাজ নিজস্ব গতিতে চলবে। তবে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে যেসব স্থাপনা নির্মাণ করা হয়েছে তা ভেঙে দেয়া হবে।

সময় সংসদ সদস্য আবদুল লতিফ, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামশুল তাবরিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন