মাদারীপুর সদর হাসপাতালে খোলা হয়নি ডেঙ্গু ওয়ার্ড

বণিক বার্তা প্রতিনিধি, মাদারীপুর

সাধারণ রোগীর সঙ্গে ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে মাদারীপুর সদর হাসপাতালে। এতে সাধারণ রোগীরাও ডেঙ্গু আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। তবে হাসপাতালে লোকবল কম থাকা ও জেলায় সহনীয় পর্যায়ে ডেঙ্গু রোগী থাকায় এভাবেই চিকিৎসা দেয়ার কথা বলছেন সিভিল সার্জন।

হাসপাতালের চিকিৎসক ইফফাত আরা ঊষা বলেন, ‘ডেঙ্গু রোগী ও সাধারণ রোগীদের একই সঙ্গে চিকিৎসা দিলে সাধারণ রোগীও ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে।’ তবে মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ খান বলেন, ‘হাসপাতালে লোকবল কম থাকায় ডেঙ্গু রোগীদের ভিন্ন ওয়ার্ড খোলা সম্ভব হয়নি। তাছাড়া মাদারীপুর জেলায় ডেঙ্গু এখনো ভয়াবহ অকার ধারণ করেনি। তবে রোগীরা নিয়মিত হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। ভবিষ্যতে হয়তো ডেঙ্গু রোগী বাড়তে থাকলে সমস্যা দেখা দিতে পারে।’

মোশারফ হোসেন নামে আরেক রোগীর স্বজন বলেন, ‘আমার ছেলেকে নিয়ে হাসপাতালে এসেছি। ডেঙ্গুর পরীক্ষাসহ বেশ কয়েকটি পরীক্ষা দিয়েছে। ডাক্তাররা বলছেন, হাসপাতালের বাইরে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষাগুলো করিয়ে আনতে। হাসপাতালে ডেঙ্গু শনাক্তের ব্যবস্থা নেই।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন