চট্টগ্রামে মাদক মামলায় দুজনের সাজা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি ও পাঁচলাইশ থানার মাদকের দুই মামলায় দুজনের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লা জেলার মো. রাব্বি (২০) ও পটিয়া থানার আবুল নাসিম প্রকাশ বাদল (৫২)। 

আদালতের বেঞ্চ সহকারী নেছার আহম্মেদ বলেন, ‘কোতোয়ালি ও পাঁচলাইশ থানার মাদকের দুই মামলায় সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিন কারাদণ্ড দিয়েছেন। আসামিরা জামিনে গিয়ে পলাতক। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০১৭ সালের ২৮ নভেম্বর নগরীর কোতোয়ালি থানার জামতলা বস্তির মুখ থেকে মো. রাব্বিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে ২০১৭ সালের ১৩ এপ্রিল নগরীর পাঁচলাইশ থানার পশ্চিম ষোলশহর হিলভিউ এলাকা থেকে আবুল নাসিম প্রকাশ বাদলকে গ্রেফতার করা হয়। এ সময় তার থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ দুই ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন