দিনাজপুরের ঘোড়াঘাটে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ভিডব্লিউবি প্রকল্পের ৯৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসব বস্তায় ২ হাজার ৮৫০ কেজি চাল ছিল। গত রোববার রাত ৮টায় উপজেলার বুলাকীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দামোদরপুর গ্রামের মঞ্জুরুল ওরফে মঞ্জু মিয়ার বাড়ি থেকে এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।