জুরিখে ‘‌গোল্ডেন আই’ পাচ্ছেন মিকেলসেন

ফিচার ডেস্ক

এ মাসের শেষে শুরু হবে জুরিখ চলচ্চিত্র উৎসব। ২৮ সেপ্টেম্বর শুরু হয়ে চলচ্চিত্র উৎসবটি চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত। উৎসবের এবারের আসরে ড্যানিশ অভিনেতা ম্যাডস মিকেলসেনকে বিশেষ সম্মাননা দেয়া হবে। তার ক্যারিয়ারে বিচিত্র চরিত্রে অভিনয় দক্ষতা প্রমাণের জন্য অভিনেতাকে দেয়া হবে গোল্ডেন আই পুরস্কার। গতকাল সুইজারল্যান্ডে এ চলচ্চিত্র উৎসবের একটি অনুষ্ঠান থেকে বিষয়টি জানানো হয়। মিকেলসেন এ সম্মাননা আগামী ৬ অক্টোবর গ্রহণ করবেন। কেবল পুরস্কার গ্রহণই নয়, তিনি একই দিন তার নতুন সিনেমা ‘‌দ্য প্রমিজড ল্যান্ড’ প্রদর্শনীতেও থাকবেন। এ সিনেমার নির্মাতা নিকোলাজ আর্সেল। সিনেমায় একটি ঐতিহাসিক ঘটনা আড়ম্বরের সঙ্গে তুলে ধরা হয়েছে।

সিনেমাটি নিয়ে ভ্যারাইটির সমালোচক গাই লজ লিখেছেন, ‘‌ঐতিহাসিক সত্যকে মূল থেকে তুলে ধরার পাশাপাশি এতে আছে গল্প তৈরির জন্য প্রযোজ্য রোমান্স। সিনেমাটি এ কারণে হয়ে উঠেছে উপভোগ্য। ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটি সে কারণে মনোযোগ পেয়েছে। পাশাপাশি ম্যাডস মিকেলসেনের অভিনয় এতে যোগ করেছে আলাদা সৌন্দর্য।’

জুরিখ চলচ্চিত্র উৎসবে সম্মাননা গ্রহণ ও সিনেমা প্রদর্শনে উপস্থিত হওয়ার পাশাপাশি মিকেলসেন অংশ নেবেন একটি সেমিনারে। তিনি জেএফএফ মাস্টার ডিসকাশনে অংশ নেবেন। সেখানে মিকেলসেন কথা বলবেন তার ক্যারিয়ার ও সিনেমার নানা বিষয় নিয়ে। মিকেলসেন তার ক্যারিয়ারে নানা ধরনের চরিত্র করেছেন এবং চরিত্রগুলো নিয়ে কেবল দর্শক নয়, নির্মাতাদেরও অনেক কিছু জানার আছে। সেসব নিয়েই কথা হবে বলে ধারণা করা যায়।

মিকেলসেনকে সম্মানিত করার বিষয়ে উৎসব কর্তৃপক্ষ জানায়, মিকেলসেন সমসাময়িক সিনেমার একজন দক্ষ অভিনেতা। ড্যানিশ সিনেমাকে বুঝতে হলে মিকেলসেনকে বুঝতে হবে এ কথা নানা সময়েই বলা হয়েছে। জনপ্রিয় ধারায় মিকেলসেন ‘‌হ্যানিবাল’ সিরিজে অভিনয়ের জন্য পরিচিত হলেও তিনি বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন, যা সিনেমা হিসেবে গুরুত্বপূর্ণ। এর মধ্যে সুজান বিয়ারের অস্কার মনোনীত ‘‌আফটার দ্য ওয়েডিং’, নিকোলাজ আর্সেলের ‘আ রয়েল অ্যাফেয়ার’ অন্যতম। এছাড়া ‘‌দ্য হান্ট’ ও ‘অ্যানাদার রাউন্ড’ও অন্যতম। এদিকে বাণিজ্যিক ধারায় তাকে দেখা গেছে মার্ভেলের ‘‌ডক্টর স্ট্রেঞ্জ’, বন্ডের ‘‌ক্যাসিনো রয়েল’-এর মতো সিনেমায়।

মিকেলসেনকে গোল্ডেন আই দেয়ার প্রসঙ্গে জুরিখ উৎসবের আর্টিস্টিক ডিরেক্টর ক্রিশ্চিয়ান জাগনেন বলেন, ‘‌মিকেলসেন একজন চমৎকার অভিনেতা যিনি চরিত্রের মধ্যে ডুবে গিয়ে একে বাস্তব করে তোলেন। এছাড়া তার লুক ও উপস্থিতির মাধ্যমে দর্শককে মোহমুগ্ধ করেন এ অভিনেতা।’

সূত্র ও ছবি: ভ্যারাইটি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন