নিউজিল্যান্ড সিরিজে টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা

ক্রীড়া প্রতিবেদক

ছবি: বিসিবি

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শনিবার ঢাকায় পৌঁছে গেছে নিউজিল্যান্ড দল। আজ রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুশীলনও করে কিউই ক্রিকেটাররা। বিশ্বকাপের আগে পরীক্ষা নিরীক্ষার এই সিরিজের জন্য শনিবার দল ঘোষণা করে বাংলাদেশ। আজ এই সিরিজের টিকিটের মূল্যও জানিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভির আহমেদ। এই সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা।

 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের তিনটি ম্যাচ। ম্যাচগুলো যথাক্রমে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। খেলা দেখাবে গাজী টিভি ও টি স্পোর্টস।  

 

আজ মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের টাইটেল স্পনসর হিসেবে ডাচ্‌ বাংলা ব্যাংকের নাম ঘোষণা করে বিসিবি। সিরিজের পাওয়ার্ড বাই রকেট আর কো-স্পন্সর নেক্সাস পে।

 

টাইটেল স্পনসর ঘোষণার অনুষ্ঠানে তানভির আহমেদ জানান, ম্যাচের টিকিটের সর্বোচ্চ মূল্য গ্র্যান্ড স্ট্যান্ড এক হাজার ৫০০ টাকা। এছাড়া ভিআইপি স্ট্যান্ড ১ হাজার টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ৩০০ টাকা এবং পূর্ব গ্যালারির টিকিট ২০০ টাকায় পাওয়া যাবে।