
ভারত থেকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
চার প্রতিষ্ঠানকে এ অনুমতি দেওয়া হয়। সোমবার
(১৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিম আমদানির অনুমতি পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে আছে মীম এন্টারপ্রাইজ,
প্রাইম এনার্জি ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স, টাইগার ট্রেডিং ও অর্ণব ট্রেডিং
লিমিটেড।
আমদানিতে চারটি শর্তের মধ্যে রয়েছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা
বা বার্ড ফ্লু মুক্ত দেশ থেকে ডিম আমদানি করতে হবে। আমদানি করা ডিমের প্রতিটি চালানের জন্য রফতানিকারক
দেশের সরকার কর্তৃক নির্ধারিত বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের দেওয়া এভিয়ান ইনফ্লুয়েঞ্জা
বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকর ব্যাকটেরিয়া মুক্ত সনদ দাখিল করতে হবে। নিষিদ্ধ পণ্য আমদানি করা যাবে না এবং সরকারের অন্যান্য
বিধি–বিধান প্রতিপালন করতে হবে।