ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্ককে তুরস্কে টেসলার কারখানা স্থাপনের প্রস্তাব করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। স্থানীয় সময় রোববার (১৭ সেপ্টেম্বর) ইলোন মাস্কের সঙ্গে বৈঠক করেন এরদোগান। সেই বৈঠকে এরদোয়ান এ প্রস্তাব দেন। খবর রয়টার্স।
রয়টার্স জানান, নিউইয়র্কে জাতিসংঘের ভবনের পাশে এক আকাশচুম্বী তুর্কী ভবনে মাস্কের সঙ্গে এক বৈঠকে এরদোগান মাস্ককে এই প্রস্তাব করেন বলে জানিয়েছেন তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। তবে এ বৈঠক সম্পর্কে টেসলা এবং ওয়াশিংটনে নিযুক্ত তুর্কি দূতাবাস তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
এদিকে সোমবার ক্যালিফোর্নিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে দেখা করার কথা রয়েছে মাস্কের। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মাস্ক জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে ফোকাস করে তাদের মধ্যে আলোচনা হবে।