উইল্ডারনেসে যেভাবে যুক্ত হলো টেইলরের গান

ফিচার ডেস্ক

টেইলর সুইফট ছবি: ভোগ ম্যাগাজিন

সিনেমায় বা ওয়েব সিরিজে গানের ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। দৃশ্যের সঙ্গে সংগতি রেখে সতর্কতার সঙ্গে গান নির্বাচন করতে হয়। অনেক সময় চরিত্রগুলোর মানসিক অবস্থা ও অভ্যন্তরীণ জটিলতা যথাযথভাবে ফুটিয়ে তুলতে গানের আশ্রয় নেয়া হয়। এসব কারণে ১৫ সেপ্টেম্বর থেকে ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হওয়া টেলিভিশন সিরিজ ‘উইল্ডারনেস’-এ বেশ কয়েকটি গান রাখা হয়েছে। ব্রিটনি স্পিয়ার্স, সেইন্ট ভিনসেন্ট ও টিকেই মাইদজা- এরা প্রত্যেকেই নারী শিল্পী। তবে আরো মানানসই একটি গানের সন্ধানে ছিলেন সিরিজটির নির্বাহী প্রযোজক এলিজাবেথ কিলগ্যারিফ এবং চিত্রনাট্যকার ও পরিচালক মার্নি ডিকেন্স। অবশেষে উইল্ডারনেস সিরিজের মূল গান হিসেবে তারা টেইলর সুইফটের ‘লুক হোয়াট ইউ মেইড মি ডু’ শিরোনামের গানটিকে নির্বাচন করেন। সম্প্রতি ভ্যারাইটির সঙ্গে এক আলাপচারিতায় এ গান নির্বাচনের পেছনের গল্পটি শুনিয়েছেন এলিজাবেথ কিলগ্যারিফ। তিনি বলেন, ‘একদিন মার্নি আমাকে মেসেজ দিয়ে জানাল যে টেইলর সুইফটের ‍লুক হোয়াট ইউ মেইড মি ডু গানটিই সবচেয়ে বেশি যথাযথ। গানটি সিরিজে ব্যবহার করতে পারলে চমৎকার হবে।’ কিন্তু গানটি ব্যবহার করার অনুমতি পাবেন কিনা, এ নিয়ে সংশয়ে ছিলেন তারা। তবে তাদের আশঙ্কার তুলনায় বেশ সহজেই অনুমতি পেয়ে যান তারা। মার্নি টেইলর সুইফটকে এ ব্যাপারে একটি মেসেজ লেখেন। সানন্দে অনুমতি দেন সুইফট। কিলগ্যারিফ বলেন, ‘মেসেজটি তার কাছে পৌঁছেছিল। ফিরতি মেসেজে তিনি জানান, তিনি আমাদের সঙ্গে যুক্ত হতে চান।’ টেইলর সুইফটের এ অনুমোদনে কিলগ্যারিফ ও মার্নি উভয়ে বেশ উচ্ছ্বসিত হয়েছিলেন।

উইল্ডারনেস প্রতিশোধের গল্প। এখানে প্রধান নারী চরিত্রের নাম লিভ। একজন ব্রিটিশ, যে নিউইয়র্কে বাস করে। এক পর্যায়ে সে জানতে পারে, তার স্বামী উইল আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়েছে। লিভ তার স্বামীকে হত্যার পরিকল্পনা সাজাতে থাকে। সে সময় তার মানসিক অবস্থার যথার্থ প্রতিফলন হয় টেইলর সুইফটের গানে—‘আই ডোন্ট লাইক ইয়োর লিটল গেমস/ডোন্ট লাইক ইয়োর টিল্টেড স্টেজ/দ্য রোল ইউ মেইড মি প্লে অব দ্য ফুল/নো, আই ডোন্ট লাইক ইউ।’

এর আগেও অ্যামাজন প্রাইম ভিডিওর বিভিন্ন কনটেন্টে টেইলর সুইফটের গান ব্যবহার করা হয়েছে। প্রাইম ভিডিওর টিন ড্রামা ‘দ্য সামার আই টার্নড প্রেটি’র দ্বিতীয় সিজনে টেইলর সুইফটের নয়টি গান ব্যবহার করা হয়েছিল। তবে উইল্ডারনেসের নায়িকার মানসিকতা ও সিরিজটির ঘটনাপ্রবাহের সঙ্গে লুক হোয়াট ইউ মেইড মি ডু গানটি যেভাবে খাপ খেয়েছে, দ্য সামার আই টার্নড প্রেটির ক্ষেত্রে তেমনটি হয়নি। টেইলর সুইফটের গানটি নিঃসন্দেহে উইল্ডারনেসকে অন্য মাত্রা দিয়েছে।

সূত্র: ভ্যারাইটি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন