প্রথম দুই ম্যাচ হেরেও
শেষ পর্যন্ত ৩-২-এ পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব দেখাল দক্ষিণ আফ্রিকা। আজ
রোববার জোহোনেসবার্গে পঞ্চম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১২২ রানে হারিয়েছে প্রোটিয়ারা।
আগে ব্যাটিং করে ৯ উইকেটে ৩১৫ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে ৩৪.১ ওভারে
১৯৩ রানে গুটিয়ে যায় অজিরা। ব্যাট হাতে ২৩ বলে ৪৭ রান করার পর বল হাতে ৩৯ রানে ৫ উইকেট
শিকার করে প্রোটিয়া মার্কো ইয়ানসেন হয়েছেন ম্যাচসেরা।
৩ রানে অধিনায়ক তেম্বা
বাভুমা রানআউট হন। ৩৭ রানে বিদায় ঘটে কুইন্টন ডি ককেরও, যিনি ঘরের মাঠে শেষ ওয়ানডে
খেললেন আজই। ১০৩ রানের মধ্যে চতুর্থ উইকেটের পতন ঘটে স্বাগতিক দলের। এরপর এইডেন মার্করাম
(৮৭ বলে ৯৩) ও ডেভিড মিলার (৬৫ বলে ৬৩) পঞ্চম উইকেট জুটিতে ১০৭ বলে ১০৯ রান যোগ করে
বিপর্যয় সামাল দেন। এই ভিতের ওপর দাঁড়িয়ে ইয়ানসেন (২৩ বলে ৪৭) ও আন্দিলে ফেলুকায়ো (১৯
বলে ৩৮) ঝড়ো ব্যাটিংয়ে প্রোটিয়াদের সংগ্রহটা ৩১৫ পর্যন্ত নিয়ে যান।
ইয়ানসেনের পরপর দুই বলে
ডেভিড ওয়ার্নার ও জস ইংলিশ সাজঘরে ফিরে গেলে চাপে পড়ে অজিরা (৩৪/২)। অধিনায়ক মিচেল
মার্শ (৫৬ বলে ৭১) ঝড়ো ব্যাটিংয়ে দলকে চাপ থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করেন। যদিও
ইয়ানসেনের ওপর বেশি চড়াও হতে গিয়ে থার্ড ম্যানে লুঙ্গি এনগিডিকে ক্যাচ দেন তিনি।
এরপর দলীয় ১৩৫ ও ১৩৬ রানের
সময় মার্নুস লাবুশেন ও অ্যালেক্স ক্যারিকে আউট করে অজিদের ম্যাচ থেকে ছিটকে দেন ইয়ানসেন।
অতিথি দলের প্রথম ৫টি উইকেট শিকার করেন তিনি। এরপর কেশব মহারাজ (৪/৩৩) ও ফেলুকায়ো
(১/৪৪) প্রোটিয়াদের সিরিজ জয় নিশ্চিত করে।
৩-০ ব্যবধানে টি২০ জয়ের
পর ওয়ানডে সিরিজেও প্রথম দুই ম্যাচ জিতে নেয় অজিরা। কিন্তু এরপর অবিশ্বাস্যভাবে ঘুরে
দাঁড়িয়ে সিরিজ জিতল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তিনটি ম্যাচ তারা জিতেছে যথাক্রমে ১১১
রানে, ১৬৪ রানে ও ১২২ রানে!