মাস দেড়েক আগে লিওনেল মেসির জোড়া গোল
ও অ্যাসিস্টে ৪-০ গোলে আটলান্টা ইউনাইটেডকে হারিয়েছিলে ইন্টার মিয়ামি। কিন্তু এ আর্জান্টাইন
মহাতারকার অনুপস্থিতিতে একদম লণ্ডভণ্ড অবস্থা। গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) মেসিবিহীন
ম্যাচে আটলান্টার কাছে ৫-২ গোলে হেরেছে ইন্টার মিয়ামি। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
এর আগে মেসিকে ছাড়া কানসাস সিটির সঙ্গে
মিয়ামি হারতে হারতে জিতে যায়। ৩-২ গোলে শেষ রক্ষা হয়েছিল। তবে এবার মার্টিনোর দল কোনো
সুবিধাই করতে পারেনি। আটলান্টার কাছে মিয়ামি যেন একেবারে উড়ে গেল। এর মাধ্যমে বোঝা
গেল, মেসিবিহীন দলে জয় ‘ছেলের হাতের মোয়া’ নয়।
গতকালের ম্যাচের শুরুতে এগিয়ে ছিল মিয়ামি।
২৫ মিনিটে ইকুয়েডর স্ট্রাইকার লিওনার্দো কাম্পানার দুর্দান্ত গোলে এগিয়ে যায় দল। তবে
ত্রিস্তান মৃয়ুম্বা আটলান্টাকে সমতায় ফেরানোর পর মিয়ামির কামাল মিলারের আত্মঘাতী গোলে
এগিয়ে যায় স্বাগতিকরা।
আটলান্টার আক্রমণের সামনে মিয়ামির প্রতিরক্ষা
দুর্বল হয়ে পড়ে। একের এক আক্রমণে পুরো ছন্নছাড়া অবস্থা। খেলার ৪৪ মিনিটে ব্রুকস লেনন
দলের জন্য তিন নাম্বার গোলটি করে দলকে আরো এক ধাপ এগিয়ে দেন।
দ্বিতীয়ার্থে এসেই কাম্পানের আরেক গোলে
ব্যবধান কমায় মিয়ামি। এরপরই আটলান্টার পক্ষে জিওর্জস গিয়াকৌমাকিস ও টাইলর ওলফ গোল করে
জয় আরো সহজ করে দেন। ম্যাচে ৫-২ গোলে এগিয়েই থাকে আটলান্টা।
চলতি মৌসুমে এটি ইন্টার মিয়ামির ১৫তম
হার। এখন পর্যন্ত ২৭ ম্যাচে মাত্র আটটিতে জয় পেয়েছে। এছাড়া চার ম্যাচে করেছে ড্র। তাতে
২৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ১৫টি দলের মধ্যে ১৪ নম্বরে আছে মিয়ামি।