
ওয়ার্নার ব্রোসের সাম্প্রতিক সফলতম সিনেমা দ্য ব্যাটম্যান। ২০২২ সালে মুক্তি পাওয়া এ সিনেমার পরিচালক ছিলেন ম্যাট রিভস। সিনেমাটি আর্থিক সাফল্য ও রবার্ট প্যাটিনসনের অভিনয়ের প্রশংসার আড়ালে পড়ে গেছে এর সাপোর্টিং কাস্ট ও তাদের অভিনয়। যেমন এ সিনেমায় রিডলার চরিত্রে পল ডেনো অভিনয় করেছিলেন। এ চরিত্রের জন্য তিনি খেটেখুটে নিজেকে তৈরি করেছেন। এমনকি একটি দৃশ্য ঠিকভাবে শুট করার জন্য ৭০-৮০টি টেক পর্যন্ত দিয়েছেন তিনি। সম্প্রতি সিনেমার পরিচালক ম্যাট রিভসই এ তথ্য দিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্যাট রিভস বলেন, ‘একটা দৃশ্য ঠিকঠাক তোলার জন্য বারবার ক্যামেরার সামনে দাঁড়াতে পারে পল। বারবার শুট করতে আমারও আপত্তি নেই। রবার্ট প্যাটিনসনের সঙ্গে শেষ দৃশ্যটির জন্য আমরা দুদিন সময় নিয়েছিলাম। রিডলার ও ব্যাটম্যানের মুখোমুখি হওয়ার দৃশ্য ছিল সেটা। আমরা ৭০-৮০টি টেক নিয়েছিলাম। পল নিজেকে আবিষ্কার করতে পছন্দ করে।’
দ্য ব্যাটম্যানের শেষ দৃশ্যে ব্যাটম্যান ও রিডলারের দৃশ্যটি সিনেমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। ম্যাট রিভস বলেন, ‘ব্যাপারটা এমন ছিল যে রিডলারকে উত্ত্যক্ত করা হবে আর সে রেগে যাবে। আমি শুটিংয়ে হেডফোন কানে অপেক্ষা করে বসে ছিলাম, কারণ জানতাম সে ভিন্ন কিছু করবে। পল একটা শট দিয়েই জিজ্ঞেস করত, ‘বাড়াবাড়ি করে ফেললাম নাকি?’ আমি বলতাম, ‘আরে না। দারুণ হয়েছে। আরেকটা টেক নেব।’ এভাবেই চলেছিল পুরো কাজ।’
এখানেই শেষ নয়। সিনেমার একটি দৃশ্যে রিডলারের কণ্ঠ ফোনে শোনা যায়। এর জন্য ভয়েস রেকর্ডিংয়ে শুটিংয়ের ব্যাপারটাকেও ছাড়িয়ে গিয়েছিলেন ডেনো। দৃশ্যটির জন্য তিনি ২০০ বার কণ্ঠস্বর রেকর্ড করিয়েছেন। এছাড়া শুটিংয়ে তার দৃশ্যগুলো ধারণ করার সময় ক্যামেরার নানা অ্যাঙ্গেল থেকে শুট করার জন্য ম্যাট রিভসকে অনুরোধ করতেন তিনি।
ম্যাট রিভসের ব্যাটম্যান মুক্তির আগেই নানা বিচার বিশ্লেষণের মুখে পড়েছিল। তবে রবার্ট প্যাটিনসনের অভিনয় এখন প্রশংসিত। প্রশংসা পেয়েছেন পল ডেনোও। ৭৭ কোটি ডলারের বেশি আয় করা এ সিনেমার সিকুয়াল নির্মাণ করছেন রিভস।
সূত্র: ভ্যারাইটি