মুহাম্মদ মোস্তফা কামাল রাজ তার নতুন সিনেমা ‘ওমর’-এর ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে। সিনেমাটির নাম ভূমিকায় কাকে দেখা যাবে এ নিয়ে রহস্য রেখেছিলেন নির্মাতা। গতকাল মুহাম্মদ মোস্তফা কামাল রাজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছেন ওমর সিনেমার নাম ভূমিকায় থাকছেন শরিফুল রাজ। তিনি বলেন, ‘ওমর সিনেমার নাম ভূমিকায় যাকে নির্বাচন করেছি, তার সঙ্গে আমার নামের মিল আছে। আমি রাজ, সে-ও রাজ। শরিফুল রাজ। ওমর সিনেমার ওমর হয়ে দর্শকের সামনে আসবেন রাজ। আমার নতুন সিনেমার নাম ভূমিকায় তাকে পেয়ে আমি খুশি, সেই সঙ্গে অনেক আশাবাদী। রাজের অভিনয় নৈপুণ্য নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। আমাদের সঙ্গে আছে আরেক রাজ। তিনি হলেন চিত্রগ্রাহক রাজু রাজ।আমরা তিন রাজ একসঙ্গে আসছি।’
ছোট পর্দার নিয়মিত নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। বড় পর্দায় তার সিনেমাগুলো পেয়েছে দর্শকপ্রিয়তা। পাঁচ বছর পর ওমর নিয়ে বড় পর্দায় ফিরছেন এ নির্মাতা। এ সিনেমায় আরো দেখা যাবে তিন জনপ্রিয় ও শক্তিশালী অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসিরউদ্দিন খানকে। ওমর সিনেমার চিত্রনাট্য রচনা করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে।
এ সিনেমার আরো একটি চমক হচ্ছে এর গান। এরই মধ্যে আরফিন রুমি সিনেমাটিতে প্লেব্যাক করার কথা জানিয়েছেন। পাঁচ বছর কোনো প্লেব্যাক করেননি তিনি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ওমর সিনেমায় ‘দুই নয়নের মণি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন রুমি। সোমেশ্বর অলির কথায় ভারতের স্যাভির সুর-সংগীতে গেয়েছেন তিনি। এর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ছায়া-ছবি’ ও ‘তারকাঁটা’ সিনেমার সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি।