
বিটলসের প্রতিষ্ঠাতা জন লেননকে তার স্ত্রী
ইয়োকো ওনোর দেয়া হাতঘড়ির সন্ধান দিয়েছে জেনেভার একটি আদালত। গত চার দশক ধরে এ স্মৃতিচিহ্নের
খোঁজ চলছিল।
দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে জানা
যায়, ‘পাটেক ফিলিপ’ ব্রান্ডের এ টাইমপিস ১৯৮০ সালে লেননের মৃত্যুর কিছুদিন পর হারিয়ে
যায়। সম্প্রতি ঘড়ি শনাক্ত করেছে আদালত।
লেননকে ৪০তম জন্মদিনে ঘড়িটি উপহার দিয়েছিলেন
ইয়োকো ওনো। বর্তমানে এটি এক ইতালীয় সংগ্রাহক আইনজীবীর দখলে আছে। জার্মানির একটি নিলাম
ঘর থেকে ঘড়িটি কিনেছেন বলে দাবি তার।
মূল্যবান স্মারকটি কীভাবে হারিয়ে গেল আজো
এর কোনো সদুত্তর মেলেনি। অনেকে সন্দেহ করেন ওনোর এক জাপানি ড্রাইভার ঘড়িটি চুরি করেছিলেন।
বিষয়টি সম্প্রতি সামনে আসলেও ২৪৯৯ মডেলের পাটেক ফিলিপ নিয়ে লেননের স্ত্রী ওনো ও সংগ্রাহকের মধ্যে দীর্ঘদিন ধরেই আইনি বিরোধ চলছে। মোটামুটি সাত বছর। তবে এতদিন বিষয়টি তারা আইনি প্রক্রিয়ার মাঝেই সীমাবদ্ধ রেখেছিলেন। এখন নথিপত্রের মাধ্যমে প্রকাশ্য হলো হারানো ঘড়ি।
জন লেনন ও ইয়োকো ওনো। ছবি: রয়টার্স
চলতি বছরের জুনে জেনেভার একটি আদালত ওনোকেই
ঘড়ির সঠিক মালিক বলে রায় দেয়। ওই রায় মেনে নেননি সংগ্রাহক। তিনি আপিলও করেছেন।
ইতালিয়ান ওই আইনজীবী ঘড়িটিকে ‘একটি পবিত্র
বস্তু’ হিসেবে বিবেচনা করছেন। মনে করেন এটি পৃথিবীর অন্যতম মূল্যবান একটি হাতঘড়ি।
রায়ে লেনন বা ওনোর নাম উল্লেখ করা হয়নি। তবে
বর্ণনা থেকে বোঝা যায়, কিংবদন্তি সংগীত জুটিকেই নির্দেশ করা হয়েছে।
নথিতে বলা হয়, ঘড়িটির ওপরে লেলন দম্পতির
যৌথভাবে লেখা একটি গানের লাইন উল্লেখ রয়েছে। একবার বিচ্ছেদের পর তারা একত্রিত হলে গানটি
লিখেছিলেন।
‘ইনভেস্ট ইন ওয়াচেস: দ্য আর্ট অব ওয়াচ কালেকটিং’
বইয়ের লেখক মার্ক মন্টাগনে বলেন, নিঃসন্দেহে এটি বিশ্বের বহুল কাঙ্ক্ষিত একটি ঘড়ি।
ঘড়িটি হারানোর পরই ওনো মামলা করেন। জেনেভার
আদালতে ঘড়ির সব তথ্য প্রমাণ দাখিল করেন তিনি। তবে ইতালীয় এই সংগ্রাহক বলেছেন, ওনোর
মামলায় বলা হয়নি চুরি হয়েছে। নিউইয়র্কের আইন অনুসারে হারানোর তিন বছরের মধ্যে অভিযোগের
কথা থাকলেও ওই সময় ওনো করেননি।
আদালতের নথি অনুসারে, ২০১৪ সালে জেনেভার একটি
কোম্পানি ওনোর সঙ্গে যোগাযোগ করে ঘড়িটির মূল্য নির্ধারণের চেষ্টা করে। তখন ৬ লাখ সুইস
ফ্রাঁয় হংকংয়ে বসবাসকারী আইনজীবী ওই ঘড়ি কিনেছিলেন।
অন্যদিকে ওনোর আইনজীবীরা বলছেন ঘড়িটির মূল্য
প্রায় ৪০ লাখ সুইস ফ্রাঁ।
অবশ্য বিশেষজ্ঞদের মনে করেন, সংগীত ও সাংস্কৃতিক
ইতিহাস বিবেচনা করলে ঘড়িটির মূল্য আরো বেশি হতে পারে।
২০১৭ সালে অভিনেতা পল নিউম্যানের রোলেক্স
ডেটোনা নিলামে এক কোটি ৭০ লাখ ডলার দাম পায়। যা একটি রেকর্ড। আর লেননের প্যাটেক নিলামে
৫০ লাখ থেকে এক কোটি সুইস ফ্রাঁ দাম পেতে পারে।