আবারো রফতানি কমেছে চীনের। এ নিয়ে টানা চার মাসের মতো রফতানি আয় কমল বিশ্বের কারখানা হিসেবে খ্যাত এশিয়ার শীর্ষ অর্থনীতির দেশটির। খবর বিবিসি।
দেশী ও বিদেশী চাহিদা কমায় অর্থনৈতিক সংকটকাল পার করছে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশটি। সরকারি তথ্য বলছে, গত বছরের আগস্টের তুলনায় চলতি বছরের একই মাসে রফতানি কমেছে ৮ দশমিক ৮ শতাংশ এবং আমদানি কমেছে ৭ দশমিক ৩ শতাংশ। তবে রফতানি কমার পরিমাণ যতটা প্রত্যাশা করা হয়েছিল, ততটা কমেনি। বরং আগের জুলাইয়ের চেয়ে রফতানির পরিমাণ কিছুটা বেড়েছে।
আবাসন সংকট ও দুর্বল ভোক্তা ব্যয়সহ চীন কভিড-১৯ মহামারী-পরবর্তী নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য বিরোধ ও নভেল করোনাভাইরাস পরিস্থিতির প্রভাবে চীনের তৈরি পণ্যের বৈশ্বিক চাহিদা কমে গেছে। ফলে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল উৎসগুলোয় বড় ধরনের প্রভাব পড়েছে।