
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জীবন বীমা তহবিল ১৭ কোটি ৯৭ লাখ টাকা কমেছে। গত জুন শেষে কোম্পানিটির জীবন বীমা তহবিল হয়েছে ৬৯০ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকা, আগের বছরের একই সময়ে যা ছিল ৭০৮ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রাইম ইসলামী লাইফের মোট আয়ের তুলনায় বীমা দাবিসহ মোট ব্যয় ৮০ কোটি ৭২ লাখ ৯০ হাজার টাকা বেশি হয়েছে। গত বছরের একই সময়ে এ খাতে ৯৯ কোটি ১৭ লাখ ৯০ হাজার টাকা বেশি ব্যয় হয়েছিল। ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।