মধুর বিড়ম্বনায় বোস্টন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক

নাম ‘বারবি ওপেনহাইমার’ শুনে মানুষ ভাবে মজা করছি!

বণিক বার্তা অনলাইন

কোলাজ: নিউইয়র্ক পোস্ট

মাস খানেক আগে হলিউডে একই দিনে মুক্তি পায় বিগ বাজেটের দুই সিনেমা ‘বারবি’ ও ‘ওপেনহাইমার’। বক্স অফিসে পেয়েছে ঈর্ষনীয় সাফল্য। দেড় বিলিয়ন ডলার ঝুলিতে নিয়ে ‘বারবি’ হয়ে উঠেছে ওয়ার্নার ব্রোসের সর্বকালের শীর্ষ উপর্জনকারী প্রযোজনা। অন্যদিকে ‘ওপেনহোইমার’ হয়ে উঠেছে পরিচালক ক্রিস্টোফার নোলনের নন-ব্যাটম্যান সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আয়ের নির্মাণ।

অবশ্য আমাদের খবর এ দুই ছবি নিয়ে। যুক্তরাজ্যের নিউজ আউটলেট ইন্ডিপেন্ডেন্ট এমন এক নারীর খবর দিয়েছে, যিনি কিনা ‘বারবি’ ও ‘ওপেহাইমার’ নামের কারণে পড়েছেন ‘মধুর’ বিড়ম্বনায়।

ওই নারীর নাম বারবারা ওপেনহেইমার। তবে ছোটবেলা থেকে বারবি বলেই ডাকা হয় থাকে।

‘ওপেনহাইমার’ মূলত বারবারা স্বামীর বংশনাম। এর সঙ্গে অবশ্য পারমাণবিক বোমার আবিষ্কারক জে রবার্ট ওপেনহেইমারের যোগ রয়েছে। বারবারার স্বামী এই ওপেনহাইমারের বংশধর। অপরদিকে পুতুল বারবির আসল নামও বারবারা।

বারবারা ওপেনহেইমার বোস্টন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। কীভাবে এ সিনেমা দুটি তার জীবনকে প্রভাবিত করছে, তা জানিয়েছেন এক সাক্ষাৎকোরে।

বারবারা বলেন, ‘বিশ্বে আমার অনেক বন্ধু রয়েছে। যে সপ্তাহে সিনেমা দুটি মুক্তি পায়, তারা আমাকে টেক্সট করছিল। ব্যাপারটা অনেক মজার ছিল। এ দুই সিনেমার মুক্তি অনেক বড় ঘটনা, যা দর্শকদের আবারো প্রেক্ষাগৃহে ফিরিয়ে নিয়েছিল।’

স্বামীকে সঙ্গে নিয়ে ‘ওপেনহাইমার’ দেখেছেন বারবারা। তিনি আসলে দেখতে চেয়েছিলেন সিনেমায় রবার্ট ওপেনহাইমারকে কীভাবে উপস্থাপন করা হয়েছে। এর দুই সপ্তাহ পর তারা ‘বারবি’ দেখতে গিয়েছিলেন। দুটি সিনেমাই তাদের ভালো লেগেছে। 

ওপেনহাইমারের সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকলেও বারবারা ছোটবেলা থেকেই ‘বারবি’র ভক্ত।

তিনি জানান, আগামী সপ্তাহে বন্ধুদের সঙ্গে আবারো ‘বারবি’ দেখতে যাবেন। তার সঙ্গে থাকা বন্ধুরা গোলাপী পোশাক পরবে। তবে তার গায়ে থাকবে ‘বারবিহাইমার’ টি-শার্ট।

সঙ্গে একটি মজার তথ্যও জানান বারবি ওপেনহাইমার। হোটেল বুকিং করতে গিয়ে বিড়ম্বনায় পড়েছিলেন। হোটেলের কর্মীরা তার নাম বিশ্বাসই করতে পারছিলেন না। ফ্রন্ট ডেস্কে লোকটি বলছিল, ‘আপনি কি আমার সঙ্গে মজা করছেন?’ সব মিলিয়ে নাম নিয়ে আজকাল বিপত্তিতে পড়লেও পুরো বিষয়টি ভালোই লাগে তার।

বারবারা জানান, তার একমাত্র সন্তান ছেলে হওয়ায় বাড়ির প্রবেশ ছিল না বাড়িতে। কিন্তু এখন তার নাতনিরা বারবি নিয়ে খেলে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন