
ইউক্রেনের চেরনিহিভে রুশ মিসাইল হামলায় ছয় বছরের এক শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৪৪ জন। এদের মধ্যে ৪১ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। খবর রয়টার্স।
গত শনিবার সকালে বেলারুশ সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত চেরনিহিভের ঐতিহাসিক নর্দান ইউক্রেনিয়ান সিটির একটি থিয়েটারে এ মিসাইল হামলা চালানো হয় বলে দাবি করেছে ইউক্রেন। এদিকে হামলার জবাবে পুতিন বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘আমি নিশ্চিত আমাদের সেনারা এমন সন্ত্রাসী হামলার জন্য রাশিয়াকে সমুচিত জবাব দেবে।’
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেন, ‘এ হামলায় ১৪৪ জন আহত হয়েছে। এদের প্রায় ১৫ জনই শিশু। আর ১৫ জনের মতো ছিলেন পুলিশ সদস্য। নিহত শিশুটির নাম সোফিয়া। এ হামলায় ভুক্তভোগীদের অধিকাংশই গাড়ির ভেরতে ছিল। এ সময় কেউ রাস্তা পার হচ্ছিল আর কেউ চার্চ থেকে ফিরছিল।’
পুলিশ জানিয়েছে, হামলায় একটি বিশ্ববিদ্যালয় ভবনসহ আরো দুটি ভবন বিধ্বস্ত হয়েছে। এছাড়া আশপাশের অনেক ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় হতাহতরা সবাই বেসামরিক বলে দাবি করেছে কিয়েভ। চেরনিহিভে মিসাইল হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। একে ঘৃণ্য হামলা হিসেবে আখ্যা দিয়ে তিনদিনের শোক ঘোষণা করেছে ইউক্রেন।