পাবলিক রিলস ডাউনলোডের সুযোগ দিচ্ছে ইনস্টাগ্রাম

বণিক বার্তা ডেস্ক

ছবি শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অন্যদের পোস্ট করা রিল ডাউনলোড করার অনুমতি দিচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, প্লাটফর্মের কনটেন্ট যাতে অ্যাপের বাইরেও শেয়ার করা যায় সে কথা মাথায় রেখে ফিচারটি চালু করেছে ইনস্টাগ্রাম। খবর টেকক্রাঞ্চ।

ইনস্টাগ্রামের প্রতিযোগী শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটকের ফিচার কয়েক বছর ধরেই রয়েছে। এছাড়া প্লাটফর্মের বাইরে টিকটকের ওয়াটারমার্কসহ ভিডিওগুলো ছড়িয়ে পড়ার কারণে এর জনপ্রিয়তা পরিচয় উভয়ই প্রসারিত হচ্ছে।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, শুরুতে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবহারকারীরা রিলগুলো ডাউনলোড করতে সক্ষম হবে। ব্যবহারকারীরা শেয়ার আইকনে ট্যাপ করে ডাউনলোড অপশন থেকে এটি করতে পারবে। তিনি উল্লেখ করেছেন, শুধু পাবলিক অ্যাকাউন্টে থাকা রিলগুলো ডাউনলোড করা যাবে। তবে পাবলিক অ্যাকাউন্টগুলো রিল ডাউনলোড করার ক্ষমতা বন্ধ বা সীমাবদ্ধ করতে পারবে।

ইনস্টাগ্রামপ্রধান নির্দিষ্ট করেননি যে ডাউনলোড করা রিলে ইনস্টাগ্রামের ওয়াটারমার্ক থাকবে কিনা। কিন্তু তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, ডাউনলোড করা রিলটিতে অ্যাকাউন্টের নামের সঙ্গে ইনস্টাগ্রামের লোগো থাকবে। এতে টিকটকের ভিডিওতে থাকা ওয়াটারমার্কের ফরম্যাট ব্যবহার করা হয়েছে। তবে ইনস্টাগ্রাম সবসময়ই ব্যবহারকারীদের তাদের নিজস্ব রিলগুলো ড্রাফট থেকে ওয়াটারমার্ক ছাড়াই ডাউনলোড করার অনুমতি দিয়েছে।

২০২১ সালে ইনস্টাগ্রাম ভিডিওগুলোয় টিকটক ওয়াটারমার্ক বা অন্য কোনো ওয়াটারমার্ক থাকা কনটেন্ট প্রকাশ বন্ধ করে দেয়। গত আগস্টে ডাউনলোড করা শর্টসে লোগোভিত্তিক ওয়াটারমার্ক যুক্ত করতে শুরু করে ইউটিউব। সুতরাং ইনস্টাগ্রামের পদক্ষেপ ব্যবহারকারীদের রিল ডাউনলোড করার অনুমতি দেয়া একটি কৌশল হতে পারে। যাতে লোকেরা প্লাটফর্মে আরো বেশি কনটেন্ট দেখতে আগ্রহী হয়।

কয়েক প্রান্তিকের মধ্যে মেটা তাদের পরিসর আয় বাড়ানোর জন্য রিলসের দিকে গভীর মনোযোগী ছিল।

প্রতিষ্ঠানটির সিইও মার্ক জাকারবার্গ ২০২৩ সালের প্রথম প্রান্তিকের আর্নিং কলের সময় জানিয়েছেন, ইনস্টাগ্রাম প্লাটফর্মে এআই-চালিত রিলস সুপারিশগুলোর জন্য ব্যবহারকারীর ব্যয় করা সময় ২৪ শতাংশ বেড়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন