থর নিয়ে আফসোস হেমসওয়ার্থ-হপকিনসের

মাহমুদুর রহমান

ক্রিস হেমসওয়ার্থ ও অ্যান্থনি হপকিনস ছবি: আইএমডিবি

মার্ভেলের পড়তি দশা শুরু হয়েছে। সিনেমা নিয়ে নানা সময়ই বিরূপ মন্তব্য করছেন অভিনেতারা। ডেভ বাতিস্তা, স্কার্লেট জোহানসনের পর সে তালিকায় যুক্ত হয়েছেন ক্রিস হেমসওয়ার্থ ও স্যার অ্যান্থনি হপকিনস। ক্রিস বলছেন, ‘‌থরের সিনেমাগুলোর মধ্যে চতুর্থটি অর্থাৎ লাভ অ্যান্ড থান্ডার ছিল ‘‌‘‌ বোকাটে’’।’ অন্যদিকে স্যার হপকিনসের মতে থরের সিনেমায় তার চরিত্র ও অভিনয় ছিল অর্থহীন।

মার্ভেলের পথ পরিবর্তন ও টাইকা ওয়াইটিটির হাত ধরে সিনেমাটির মূল ভাবনাই বদলে যায়। তিনি কিছু লঘু কমেডি আমদানি করেন, যা ‘‌র‍্যাগনারক’ সিনেমায় দর্শককে হাসালেও ‘‌লাভ অ্যান্ড থান্ডার’ সিনেমায় দর্শককে বিরক্ত করেছে। বিষয়টিকে একটু ঘুরিয়ে বলেছেন ক্রিস। তিনি বলেন, ‘‌আমার মনে হয়, আমরা অনেক মজা করেছি। এটা সম্ভব হয়েছে, কারণ বিষয়টিই বোকা বোকা। এমনিতে কোনোকিছুর মধ্যমণি হয়ে থাকা একটা কঠিন কাজ। আমি সেটা পছন্দ করি। কিন্তু একটা সময় মজা বেশি হয়ে গেলে দর্শক সেটা কীভাবে নেবে তা বলা যায় না।’

জিকিউ ম্যাগাজিনের সঙ্গে কথোপকথনে হেমসওয়ার্থ বলেছেন, তার ছেলের বন্ধু সিনেমাটির সমালোচনা করেছে। আট বছর বয়সী ছেলেটির মতে সে অনেক মজা পেয়েছে, হেসেছে কিন্তু ভিএফএক্স তার ভালো লাগেনি। এ প্রসঙ্গে ক্রিস বলেছেন, মার্ভেল তাদের একাধিক সিনেমার স্বাতন্ত্র্য রেখে একটি বৈচিত্র্যময় যাত্রা উপহার দিতে চায় দর্শককে। অন্যদিকে থর বদলে যাওয়া নিয়ে তিনি বলেন, ‘‌থরের প্রথম দুটো সিনেমা ছিল স্বতন্ত্রভাবে থরকে কেন্দ্র করে। এর পরের সিনেমা দুটোয় অন্য গল্প চলে আসে। ফলে থরের গল্পও বদলাতে হয়েছে। উপস্থাপনও বদলে গেছে।’

উপস্থাপন বদলে গেলেও দর্শকের মূলত আপত্তি ছিল টাইকার আরোপিত কিছু হিউমার ও রঙিন উপস্থাপন। সে বিষয়টি নিয়ে ক্রিস সরাসরি কিছু বলেননি। অন্যদিকে থরের প্রথম তিনটি সিনেমায় নর্স দেবতা ওডিনের চরিত্রে অভিনয় করেছিলেন স্যার অ্যান্থনি হপকিনস। তার অভিযোগ কিছুটা ভিন্ন। তিনি মূলত গ্রিন স্ক্রিনের সামনে অভিনয়ের বিষয়টি পছন্দ করেননি।

নিউ ইয়র্কারের সঙ্গে এক সাক্ষাৎকারে হপকিনস বলেন, ‘‌গ্রিন স্ক্রিনের সামনে একজন অভিনেতাকে বসিয়ে অভিনয় করানোর বিষয়টা অর্থহীন। ওরা আমাকে একটা বর্ম পরিয়ে মুখে দাড়ি লাগিয়ে গ্রিন স্ক্রিনের সামনে বসিয়ে দিল। বলল, সিংহাসনে বসে একটু চিৎকার করুন। ব্যস।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন