৫% অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দেবে এমারাল্ড অয়েল

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকের (জুলাই-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। এ লভ্যাংশ কোম্পানির পূর্ববর্তী উদ্যোক্তা ও পরিচালক বাদে সব শেয়ারহোল্ডারকে দেয়া হবে। পূর্ববর্তী উদ্যোক্তা ও পরিচালকদের হাতে কোম্পানির ৩০ দশমিক ৪৫ শতাংশ শেয়ার রয়েছে। এ লভ্যাংশ প্রাপ্তিতে যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণসংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২৬ জুন। 

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম (জুলাই-সেপ্টেম্বর), দ্বিতীয় (অক্টোবর-ডিসেম্বর) ও তৃতীয় (জানুয়ারি-মার্চ) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬২ পয়সা। এর মধ্যে প্রথম প্রান্তিকে ২২ পয়সা, দ্বিতীয় প্রান্তিকে ২১ ও তৃতীয় প্রান্তিকে ১৯ পয়সা ইপিএস হয়েছে। আগের হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৪১ পয়সা। এর মধ্যে প্রথম প্রান্তিকে ১৬ পয়সা, দ্বিতীয় ১১ ও তৃতীয় প্রান্তিকে ১৪ পয়সা শেয়ারপ্রতি লোকসান হয়েছিল। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ২০ পয়সায়, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১২ টাকা ৮৫ পয়সা। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন