কমতে পারে এসএসডির দাম

যৌথভাবে কাজ করবে কিওক্সিয়া ও ওয়েস্টার্ন ডিজিটাল

বণিক বার্তা ডেস্ক

একীভূত কোম্পানি হিসেবে কাজ করতে যাচ্ছে জাপানের কিওক্সিয়া ইউএসভিত্তিক ওয়েস্টার্ন ডিজিটাল। ফলে কমতে পারে এসএসডির মূল্যসূচক। এর মধ্যে দুই কোম্পানি কার্যক্রম সমন্বয় করতে বিস্তারিত আলোচনা চালিয়ে যাচ্ছে। অবশ্য উদ্যোগের অধিকাংশের মালিকানায় থাকবে কিওক্সিয়া। খবর টেক রাডার।

কোম্পানি দুটি দুই বছরের বেশি সময় ধরে বিষয়টি নিয়ে হাঁটছে। যৌথ কার্যক্রম তাদের পরিচালনাগত সক্ষমতা বাড়াবে। বাড়বে যৌথ গবেষণা উন্নয়ন সক্ষমতা। এরই মধ্যে ওয়েস্টার্ন ডিজিটাল কিওক্সিয়া জাপানে দুটো কারখানা যৌথভাবে পরিচালনা করছে। পণ্য সমন্বয়ের প্রসঙ্গে তারা পরস্পরকে বেশ ভারসম্যপূর্ণভাবে সহযোগিতা করে যাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে এতদিন দুই কোম্পানির সমন্বয়ের পথে হাঁটেনি কেন? কথা স্পষ্ট, বর্তমানে ন্যান্ড প্রযুক্তির এসএসডি বাজার পরিস্থিতি সঙিন। এমনকি ২০২৩-এর প্রথম প্রান্তিকে ন্যান্ড প্রযুক্তির এসএসডির বৈশ্বিক আয় ১৬ শতাংশ কমেছে। ওয়েস্টার্ন ডিজিটাল ছিল অন্যতম নেতিবাচক অবস্থানে থাকা ব্র্যান্ড। ওয়েস্টার্ন ডিজিটালের আয় কমেছে ২১ শতাংশ। বিপরীতে কিওক্সিয়ার আয় কমেছে শতাংশ।  

দুটি কোম্পানি তাদের নিজ নিজ দিকে পথপ্রদর্শন করেছে প্রযুক্তির দুনিয়ায়। কিওক্সিয়া ১৯৮৭ সালে ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি উদ্ভাবন করে। অন্যদিকে তিন দশক ধরে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়া নাম ওয়েস্টার্ন ডিজিটাল। পৃথিবীর প্রথম তিন সফল হার্ডড্রাইভ কোম্পানির একটি। দুই কোম্পানি মিলে নতুন বৃহত্তম যে স্টোরেজ কোম্পানি হতে যাচ্ছে, তা শক্ত প্রতিযোগিতা করবে বর্তমান টেক জায়ান্ট স্যামসাংয়ের সঙ্গে, যাদের রয়েছে এসএসডি, মাইক্রোএসডি, এনএএস (নেটওয়ার্ক অ্যাটাচড স্টোরেজ) আরো বেশকিছু পণ্য। প্রযুক্তি দুনিয়ার ব্যবসায়িক গন্তব্য পথের চালিকাশক্তি একটাই, সেটি হলো উদ্ভাবন। উদ্ভাবনের মাধ্যমেই টিকিয়ে রাখতে হয় উন্নত পারফরম্যান্স ক্রমহ্রাসমান দরকে। তাই প্রান্তিক গ্রাহকদের ন্যূনতম দামে স্টোরেজ সুবিধা দেয়াই সরবরাহকারীদের চূড়ান্ত চ্যালেঞ্জ হিসেবে পরিগণিত হবে। ফলে দাম কমতে থাকবে এসএসডির। রয়টার্সের এক সূত্রে জানা যায়, এদের যৌথ কোম্পানির ৪৩ শতাংশ কিওক্সিয়া, ৩৭ শতাংশ ওয়েস্টার্ন ডিজিটাল বাকি ১০ শতাংশ বর্তমান শেয়ারহোল্ডারদের মালিকানায় থাকবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন