দ. কোরিয়ার বাজারে জিএমের ক্যাডিলাক

বণিক বার্তা ডেস্ক

জেনারেল মোটরসের সম্পূর্ণ বিদ্যুচ্চালিত গাড়ি ক্যাডিলাক লিরিক ছবি: দ্য কোরিয়া হেরাল্ড

জেনারেল মোটরসের দক্ষিণ কোরিয়া শাখা বৃহস্পতিবারে জানিয়েছে, চলতি বছর শেষে দ. কোরিয়ার বাজারে আসবে অল-ইলেকট্রিক ক্যাডিলাক এসইউভি লিরিক। দ্য কোরিয়া হেরাল্ড।

অল ইলেকট্রিক হলো বৈদ্যুতিক গাড়ির ইলেকট্রিক মোটর প্রয়োজনীয় পুরো জ্বালানি ব্যাটারি থেকে নেয়। লিরিক হতে যাচ্ছে জিএমের বিলাসবহুল ক্যাডিলাক ব্র্যান্ডের প্রথম বৈদ্যুতিক গাড়ির মডেল। এতে ব্যবহার হবে আলটিয়াম ইভি ব্যাটারি প্লাটফর্ম, অর্থাৎ গাড়ির পাটাতন অংশটির কাঠামো হবে ব্যাটারিযুক্ত। দ. কোরিয়ার বাজারে ২০২৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা কোম্পানির তৈরি ১০টি মডেলের একটি এটি।

জিএম কোরিয়া জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার বাজারে ছাড়া অধিকাংশ গাড়িই হবে আলটিয়াম প্লাটফর্মবিশিষ্ট।” তবে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় সর্বাধিক বিক্রি হওয়া মডেলের গাড়ি শেভরোলেট ব্র্যান্ডের। ক্যাডিলাক ব্র্যান্ডের যেসব গাড়ি বর্তমানে দ. কোরিয়ার বাজারে আছে তা গ্যাসোলিন জ্বালানিতে চলে।

জানুয়ারি থেকে মে পর্যন্ত জিএম কোরিয়ার ১ লাখ ৬৪ হাজার ৪৭৫টি গাড়ি বিক্রি হয়েছে, যা গত বছর ছিল ৯৬ হাজার ৬৮ ইউনিট। এক বছর ব্যবধানে বিক্রি বেড়েছে ৭১ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন