রফতানিতে চীন নির্ভরতা কমাতে চায় দক্ষিণ কোরিয়া

বণিক বার্তা ডেস্ক

দুই দশক ধরে দক্ষিণ কোরিয়ার রফতানীকৃত পণ্যের অন্যতম গন্তব্য চীন। যদিও পরিবর্তন ঘটছে এ দৃশ্যপটের। রফতানিতে ক্রমেই দক্ষিণ কোরিয়ার চীন নির্ভরতা কমছে। কোরিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাসোসিয়েশনের (কেআইটিএ) প্রতিবেদন অনুসারে, চীনের ওপর কোরিয়ার রফতানি নির্ভরতা ২০১৮ সালের ২৬ দশমিক ৮ শতাংশ থেকে ক্রমাগতভাবে কমে গত বছর ২২ দশমিক ৮ শতাংশ হয়। চলতি বছরের প্রথম প্রান্তিকে যা আরো কমে ১৯ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। খবর দ্য কোরিয়া হেরাল্ড।

দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুসারে, চীনের বাজারে রফতানি হ্রাস ২০২২ সালের জুন থেকে টানা ১২ মাস ধরে অব্যাহত। বিপরীতে কোরিয়ার শীর্ষ রফতানি গন্তব্য হিসেবে চীনকে সরিয়ে জায়গা করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। বছরের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার উদ্বৃত্ত বাণিজ্যের পরিমাণ ছিল ৭২০ কোটি ডলার।

কেআইটিএ অনুসারে, এ পরিবর্তনের কারণ হিসেবে কভিড-১৯-এর প্রভাব-পরবর্তী চীনা অর্থনীতির ধীর পুনরুদ্ধারকে দায়ী করা যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মহামারীর পরে চীনের অর্থনীতির ধীর পুনরুদ্ধারের কারণে চাহিদা কমেছে। ভোক্তা ব্যয় হ্রাস, ব্যবসায়িক কার্যক্রমে মন্থরগতি সামগ্রিক চাহিদার হ্রাসে অবদান রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

জানুয়ারিতে চীনের বাজারে মাসিক রফতানি তিন বছরে প্রথমবারের মতো ১ হাজার কোটি ডলারের নিচে নেমে ৯২০ কোটি ডলারে পৌঁছে। এরপর থেকেই দেশটির মাসিক রফতানি পরিসংখ্যান ১ হাজার কোটি ডলারের আশপাশে ওঠানামা করছে।

চলতি বছরের প্রথম পাঁচ মাসে চীনে পণ্য রফতানির পরিমাণ ছিল ৪ হাজার ৯৭০ কোটি ডলার, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ৬ হাজার ৮৪০ কোটি ডলার বা ২৭ দশমিক ৩ শতাংশ কমেছে। তাছাড়া চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনে রফতানীকৃত বিভিন্ন প্রধান পণ্যের উল্লেখযোগ্য পতন দেখা যায়। যেমন সেমিকন্ডাক্টর রফতানি ৪৪ দশমিক ৬ শতাংশ, পেট্রোলিয়াম পণ্য ২০ দশমিক ৬, পেট্রোকেমিক্যাল ২৬ দশমিক ২, ইস্পাত ২৩ দশমিক ৯, স্বয়ংচালিত যন্ত্রাংশ ৩৪, ডিসপ্লে ৫২ দশমিক ৮ ও সেকেন্ডারি ব্যাটারি ৩৮ দশমিক ৭ শতাংশ কমেছে।

প্রতিবেদন অনুসারে, চীনে ইন্টারমিডিয়েট গুডস বা মধ্যবর্তী পণ্য রফতানিও কমছে। তবে চীনে রফতানি কমলেও যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশে বাজার সম্প্রসারণ হচ্ছে। প্রথম প্রান্তিকে চীনে মধ্যবর্তী পণ্য রফতানি ২৯ দশমিক ৬ শতাংশ কমেছে। বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী পণ্য রফতানি ১৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে, ২০২১ থেকে যা ১ দশমিক ৭ শতাংশ পয়েন্ট বৃদ্ধি চিহ্নিত করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন