এপ্রিলে কানাডার বাণিজ্য উদ্বৃত্ত ১৯০ কোটি ডলার

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের এপ্রিলে কানাডার বাণিজ্য উদ্বৃত্ত ছিল ১৯০ কোটি ডলার। বুধবার দেশটির পরিসংখ্যান ব্যুরো এ তথ্য নিশ্চিত করেছে। বাজার সংশ্লিষ্টদের পূর্বাভাস ছিল ওই মাসে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ৯০ কোটি ডলার হবে। কানাডার পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিসটিকস কানাডা বলছে, এপ্রিলে কানাডার পণ্য রফতানি ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। টানা দুই মাস কমার পর গত এপ্রিলে বাড়ল দেশটির পণ্য রফতানি। এপ্রিলে কানাডার আমদানি শূন্য দশমিক ২ শতাংশ কমেছে। খবর আনাদোলু এজেন্সি।

স্ট্যাটিসটিকস কানাডা প্রতিবেদনে বলা হয়, কানাডার খনিজ পণ্য রফতানি বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ। স্বর্ণ রফতানি সর্বোচ্চ ৪৬ শতাংশ বেড়েছে। গত এপ্রিলে কানাডার জ্বালানি পণ্য রফতানি বেড়েছে ৬ দশমিক ৪ শতাংশ। এছাড়া টানা ছয় মাস কমার পর ওই মাসে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি ৬ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন