ইন্ডিটেক্সের স্প্রিং-সামার কালেকশনের বিক্রয় বৃদ্ধি

বিশ্বের বৃহত্তম ফাস্ট ফ্যাশন কোম্পানি জারার মালিকানাধীন ইন্ডিটেক্স জানিয়েছে, তাদের স্প্রিং-সামার কালেকশনের বিক্রয় গত মাসে ১৬ শতাংশ বেড়েছে। উচ্চমজুরি খরচ ও রাশিয়ার বাজারে ব্যবসায়িক ক্ষতি সত্ত্বেও বিক্রয় বেড়েছে। এপ্রিলে শেষ হওয়া প্রথম প্রান্তিকে মোট মুনাফা অর্জনের পরিমাণ প্রত্যাশিত ৫৪ শতাংশ বৃদ্ধির মাধ্যমে পৌঁছেছে ১২০ কোটি ইউরো বা ১২৪ কোটি ডলারে, যা বিশ্লেষকদের অনুমিত ৯৮ কোটি ইউরোর বেশি। ইন-স্টোর ও অনলাইন বিক্রি প্রথম প্রান্তিকে ১৩ শতাংশ বেড়ে হয় ৭৬০ কোটি ইউরো। রয়টার্স

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন