তাইওয়ানের কাছে চীনের ৩৭টি ফাইটার

বণিক বার্তা অনলাইন

ছবি: এপি

চীনা ফাইটার জেটের প্রতিক্রিয়ায় তাইওয়ান নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। আজ বৃহস্পতিবার (৮ জুন) সকালে দ্বীপের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করে চীনের সামরিক বিমান। যার কয়েকটি পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে উড়ে গেছে। খবর রয়টার্স।

গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে বরাবরই নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে চীন।

গত তিন বছর ধরে আঞ্চলিক আকাশসীমা লঙ্ঘন না করে নিয়মিতভাবে দ্বীপের কাছাকাছি অঞ্চলে ফাইটার জেট পাঠাচ্ছে চীন।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আজ সকাল ৫টা থেকে তারা চীনা বিমানবাহিনীর ৩৭টি ফাইটার শনাক্ত করেছে। যার মধ্যে জে-১১ ও জে-১৬মগ পারমাণবিক সক্ষম এইচ-৬ বোমারু বিমান রয়েছে। যা বিমান প্রতিরক্ষা অঞ্চলের দক্ষিণ-পশ্চিম কোণে উড়ছে।

প্রতিক্রিয়া নিজস্ব উড়োজাহাজ ও জাহাজ পাঠিয়ে নজরদারি করছে তাইওয়ান। সক্রিয় করেছে ভূমি-ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।

তবে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের সাড়া দেয়নি চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গতকাল পশ্চিম প্রশান্ত মহাসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ বিমান টহলের দ্বিতীয় ধাপ সম্পন্ন করেছে চীন। আগের দিন জাপান সাগর ও পূর্ব চীন সাগরের ওপর ফ্লাইট পরিচালনা করায় জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাপান।

এর আগে গত এপ্রিলে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের যুক্তরাষ্ট্র সফরের পর তাইওয়ান ঘিরে মহড়ার আয়োজন করে চীন।

চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান তাইওয়ান সরকার বলে আসছে, দ্বীপের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন