সংলাপ নিয়ে আমুর বক্তব্য ব্যক্তিগত —তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সংলাপ নিয়ে আমির হোসেন আমুর বক্তব্য তার ব্যক্তিগত বলে মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ জানিয়েছেন, এটি সরকার বা আওয়ামী লীগ কিংবা ১৪ দলের বক্তব্য নয়। গতকাল সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, ‘আমির হোসেন আমু আমাদের দলের অন্যতম জ্যেষ্ঠ নেতা। তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি তার ব্যক্তিগত বক্তব্য। তার এ বক্তব্য নিয়ে দলের মধ্যে, সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি। এমনকি ১৪ দলের মধ্যেও কোনো আলোচনা হয়নি। তবে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি বলেছেন, আসলে গণমাধ্যমে যেভাবে এসেছে তিনি ঠিক সেভাবে বলেননি। যেভাবেই আসুক এটি তার ব্যক্তিগত অভিমত।’

হাছান মাহমুদ বলেন, ‘যেভাবে ভারতে নির্বাচনকালীন চলতি সরকার দায়িত্ব পালন করে। অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাজ্যে পালন করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও পদত্যাগ করেন না। ঠিক সেভাবে আমাদের দেশেও বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে এবং প্রধানমন্ত্রী নির্বাচনকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। সেই সরকারের আকার কী হবে না হবে সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর এখতিয়ার।’

হাছান মাহমুদ আরো বলেন, ‘যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখতে চায়, তাদের অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করা প্রয়োজন। নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মকভাবে সহায়তা করবে। যাতে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, উৎসবমুখর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন নিয়ে যদি কোনো প্রসঙ্গ থাকে বিএনপিকে সেটি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে হবে। কারণ, নির্বাচন আয়োজন ও অনুষ্ঠান করছে নির্বাচন কমিশন।’

একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সে বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘কিন্তু তাদের উদ্দেশ্য তা নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচন ভণ্ডুল করে দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করা। যদিও নির্বাচনে জনগণের অংশগ্রহণ হচ্ছে মুখ্য বিষয়। জনগণ যদি ব্যাপকভাবে নির্বাচনে অংশগ্রহণ করে এবং ভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, তাহলে সেটি জনগণের অংশগ্রহণমূলক একটি ভালো নির্বাচন।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন