
বেসরকারি
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফার্মাসি বিভাগ পরিদর্শন করেছে বাংলাদেশ ফার্মেসি
কাউন্সিলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। ফার্মাসি বিভাগের অ্যাক্রেডিটেশন নবায়নের বিষয়ে
গত রোববার এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রতিনিধিদলের
নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সদস্য ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের
চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। এ সময় তাঁরা স্টেট ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত)
নওজিয়া ইয়াসমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ
সময় আরো উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের উপদেষ্টা এম এ রশীদ। প্রতিনিধিদলে
আরও ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মাসি বিভাগের
চেয়ারম্যান ফিরোজ আহমেদ, স্টেট ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের অধ্যাপক হাসান কাউসার
এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব মুহাম্মদ মাহবুবুল হক।
প্রতিনিধিদলের
সদস্যরা স্টেট ইউনিভার্সিটির আধুনিক ল্যাব ও ক্লাসরুম পর্যবক্ষেণ করে সন্তোষ প্রকাশ
করেন। এ ছাড়া প্রতিনিধিদলটি ফার্মাসি বিভাগকে তার স্বকীয়তা বজায় রেখে নিরবচ্ছিন্নভাবে
শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান
করেছে।