রেডিটের ৫ শতাংশ কর্মী ছাঁটাই

বণিক বার্তা ডেস্ক

রেডিট মঙ্গলবার জানিয়েছে, এটি এর লোকবলের ৫ শতাংশ অর্থাৎ, ৯০ জন কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে। এরই মধ্য দিয়ে করপোরেট যুক্তরাষ্ট্রজুড়ে প্রযুক্তি সংস্থাগুলোর চাকরিচ্যুতি ঘটানোর কোম্পানি তালিকায় যুক্ত হলো রেডিট। খবর রয়টার্স।

মেটা প্লাটফর্মসহ প্রযুক্তি সংস্থাগুলো মহামারী চলাকালীন বড় পরিসরে নিয়োগ দিলেও চলমান অর্থনৈতিক মন্দায় ক্রমাগত কর্মী ছাঁটাই করছে। গত মাসে মেটা ব্যবসায়িক ও অপারেশন ইউনিটজুড়ে চাকরিচ্যুতি ঘটিয়েছে। মার্চে এক ঘোষণায় মেটা ১০ হাজার পদ বিলুপ্তির কথা জানিয়েছিল।

কর্মীদের প্রতি রেডিটের চিফ এক্সিকিউটিভ স্টিভ হাফম্যানের পাঠানো এক ই-মেইল উদ্ধৃত করে ছাঁটাইয়ের এ পদক্ষেপ প্রথম প্রকাশিত হয় ওয়াল স্ট্রিট জার্নালে। হাফম্যান বলেন, ‘কোম্পানিটি বছরের বাকি সময়ের জন্যও নিয়োগ কমাবে। বছরের শুরুতে ৩০০ জন নিয়োগের ভাবনা থাকলেও নিয়োগের সংখ্যা কমিয়ে ১০০-তে নিয়ে আসা হবে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন